সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পর পর ব্যর্থতা। একের পর এক ক্রিকেটারের ফিটনেস নিয়ে প্রশ্ন। টিম ইন্ডিয়ার হাল ফেরাতে এবার সম্ভবত বিরাট কোহলির জমানার নিয়ম ফেরাতে চলেছে বিসিসিআই। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, কোহলির আমলে ফিটনেসের যে মাপকাঠি দলে সুযোগ পাওয়ার জন্য বাধ্যতামূলক ছিল, সেটাই ফের কার্যকর করতে পারে বোর্ড।
অধিনায়ক থাকাকলীন ক্রিকেটারদের ফিটনেসে বাড়তি গুরুত্ব দিতেন বিরাট কোহলি। সেসময় দলে সুযোগ পাওয়ার জন্য ইয়ো ইয়ো টেস্টে পাশ করা বাধ্যতামূলক ছিল। যুবরাজ সিংয়ের মতো কিংবদন্তিও ওই পরীক্ষায় পাশ না করায় দলে ঢুকতে পারেননি। যদিও পরে ঠাঁসা ক্রীড়াসূচির চাপ সামলাতে ওই কড়াকড়ি বন্ধ করে দেয় বিসিসিআই। ইয়ো ইয়ো টেস্টের মতো কঠিন পরীক্ষার বদলে চোট-আঘাত উপেক্ষা করা যায়, এমন ফিটনেসে জোর দেওয়া হয়। কিন্তু সূত্রের দাবি অনুযায়ী, ফের পুরনো ফর্মুলায় ফিরতে পারে বিসিসিআই।
আসলে গত কয়েম মাসে লাগাতার চোট সমস্যায় ভুগছেন ভারতীয় ক্রিকেটাররা। এই মুহূর্তে চোটের জন্য মাঠের বাইরে বুমরাহ। কুলদীপ যাদবের চোট নিয়েও ধোঁয়াশা রয়েছে। দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন মহম্মদ শামি। চোটের জন্য দুটি টেস্ট খেলে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্টে খেলতে পারলেন না আকাশদীপ। ওয়াশিংটন সুন্দর মাঝে মাঝেই মাঠের বাইরে থাকছেন। তাছাড়া জাতীয় দলের একাধিক ক্রিকেটার হয়তো চোট পাননি, কিন্তু তাঁদের ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে।
সূত্রের খবর, এই পরিস্থিতিতে ফিটনেস নিয়ে পুরনো সিস্টেমে ফিরতে পারে ভারতীয় বোর্ড। বিরাট অধিনায়ক পদ থেকে সরার পর যে Yo Yo টেস্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটাই এবার ফেরানো হতে পারে। যদিও বোর্ডের তরফে এ নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.