সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলতে গেলে বিনা প্রতিরোধেই প্রথম টেস্ট ম্যাচ জিতে নিল ভারত (India)। অস্ট্রেলিয়া (Australia) শিবিরে কোনও প্রতিরোধই করতে পারল না। ৩২.৩ ওভারেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে অজিদের ইনিংস। স্টিভ স্মিথদের অসহায়তা দেখে কটাক্ষ করলেন অজয় জাদেজা (Ajay Jadeja)। বললেন, অজিদের ক্ষতে লেবু-নুন ঘষে দিয়েছে ভারতীয়রা।
ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে জাদেজা বলেছেন, ”প্রথম দু’দিন খুবই যন্ত্রণার ছিল। অস্ট্রেলিয়া পুড়ে গিয়েছে, আহত হয়েছে। কিন্তু আজকে প্রথম সেশনে, অস্ট্রেলিয়ার ক্ষতে লবণ আর লেবু ঘষে দিয়েছে ভারত।”
শনিবার প্রথম টেস্টে ভারতের জয়ের ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পথে আরও একধাপ এগলো ভারত। চলতি চার টেস্টের সিরিজ ২-০ অথবা ৩-১-এ জিতলেই ফাইনালে পৌঁছে যাবেন রোহিত শর্মারা।
চিন্নাস্বামীতে ১৯৯৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অজয় জাদেজার মারমুখী ইনিংস সবার মনে আছে। সেই জাদেজা ভারতের ক্রিকেটার অক্ষর প্যাটেলের ভূয়সী প্রশংসা করেছেন। ৯ নম্বরে নেমে ৮৪ রানের ইনিংস খেলেন অক্ষর। জাদেজা বলছেন, ”সম্প্রতি ব্যাট হাতে ভাল পারফর্ম করছে অক্ষয়। পিচ খুব একটা সহজ ছিল না ব্যাট করার ক্ষেত্রে। রোহিত যেভাবে ব্যাট করেছে, অক্ষরও ঠিক একই ভাবে ব্যাট করেছে। অক্ষরকে দেখে মনে হয়েছে পিচে জুজু নেই। ব্যাটার হওয়ার জন্য রবীন্দ্র জাদেজাকে ৩০-৪০টি টেস্ট খেলতে হয়েছে। অক্ষর প্যাটেল ৩-৪টি টেস্টেই ভাল ব্যাটার হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.