Advertisement
Advertisement

Breaking News

Royal Challengers Bengaluru

‘ডাগ আউটে বসে চার তারকা’, আরসিবি-র দল নির্বাচন নিয়ে প্রশ্ন

আইপিএলে হেরেই চলেছে আরসিবি।

Royal Challengers Bengaluru made headlines by benching four star players during their IPL match against Sunrisers Hyderabad

আইপিএলে হারই হয়ে গিয়েছে বেঙ্গালুরুর দস্তুর।

Published by: Krishanu Mazumder
  • Posted:April 16, 2024 2:45 pm
  • Updated:April 16, 2024 5:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রমাগত ম্যাচ হেরে প্রবল তোপের মুখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bangalore)। সানরাইজার্স হায়দরাবাদের (SRH) বিরুদ্ধে চার জন তারকাকে ডাগ আউটে বসিয়ে রেখে নেমেছিল আরসিবি। সেই চার তারকার সম্মিলিত মূল্য ৪৭ কোটি টাকা।
ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজ–এই চার তারকাকে ডাগ আউটে রেখে খেলতে নেমেছিল আরসিবি। 

[আরও পড়ুন: রায়নার হাত ধরে নামছেন সিঁড়ি থেকে! ভিডিও ভাইরাল, আদৌ খেলতে পারবেন তো ধোনি?]

সানরাইজার্স হায়দরাবাদের ২৮৭ রানের পাহাড়ে পিষ্ট হয় আরসিবি। মুম্বই ইন্ডিয়ান্স থেকে ১৭.৫ কোটি টাকার বিনিময়ে আরসিবি-তে এসেছেন গ্রিন। ১১.৫ কোটি দিয়ে কেনা হয় আলজারি জোসেফকে। ম্যাক্সওয়েল ও সিরাজকে যথাক্রমে ১১ কোটি ও ৭ কোটি টাকা দিয়ে রেখে দেওয়া হয়। অভিনব মুকুন্দ এই বিষয়টাই প্রকাশ্যে আনেন। টুইট করেন দেশের প্রাক্তন ওপেনার জানান, ৪৭ কোটির প্লেয়াররা আরসিবি-র বেঞ্চে বসে।

Advertisement

বেঙ্গালুরুর ২৮৭ রানের জবাব দিতে নেমে আরসিবি থামে ২৬২ রানে। ৬টি ম্যাচের মধ্যে ৪টি জিতে চার নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। অন্য দিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সাতটি ম্যাচের মধ্যে ৬টিতেই হার মেনেছে।

[আরও পড়ুন: ‘ইসকা নাম হ্যায় মোহনবাগান’, লিগ শিল্ড জয়ে উচ্ছ্বসিত রাজঋষি, স্পেশাল মেনু দিয়ে সেলিব্রেশন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement