রোহিত ও অভিষেক নায়ার কথা বলছেন ইডেনে।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি এখন আর মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক নন। টানা দশ বছর মুম্বই দলকে নেতৃত্ব দেওয়ার পর এবারই রোহিত শর্মাকে (Rohit Sharma) সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলের নেতৃত্বের আর্মব্যান্ড ওঠে হার্দিক পাণ্ডিয়ার হাতে। মুম্বই ইন্ডিয়ান্স ছিটকে গিয়েছে আইপিএল থেকে। কলকাতা নাইট রাইডার্সের প্লে অফে ওঠা প্রায় নিশ্চিত। গৌতম গম্ভীররা চান এদিনই প্লে অফের টিকিট হাতে তুলে নিতে। মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল অভিযান শেষ হয়েছে আগেই। ম্যাচটার গুরুত্ব রয়েছে কেকেআরের কাছে।
ইডেনের সেই ম্যাচের আগে কেকেআর একটি ভিডিও পোস্ট করে সোশাল মিডিয়ায়। পরে সেই ভিডিওটি ডিলিটও করে দেয় কলকাতা নাইট রাইডার্স। কেন ডিলিট করা হল সেই ভিডিও?
রোহিত শর্মা ও কেকেআর-এর সহকারী কোচ অভিষেক নায়ারকে কথা বলতে দেখা যাচ্ছে ভিডিওয়। তাঁদের কথোপকথন ভালো করে শোনা যাচ্ছে না বাইরের শব্দের জন্য। রোহিত সহকারী কোচ অভিষেক নায়ারকে বলছেন, ”এটাই আমার শেষ বছর।” আরও কথাবার্তা হয় নায়ারের সঙ্গে।
… That chat.
Rohit to Nayar “Ek ek cheez change ho rha hai!,, Wo unke upar hai,,, Jo bhi hai wo mera ghar hai bhai, wo temple mene banwaya hai”
Last line – “Bhai mera kya mera to ye last hai” And now KKR deleted that chatting video of Rohit Sharma and Nayar
#RohitSharma pic.twitter.com/4BiQzutQdH
— HitMan 🖤 (@Sachin__i) May 11, 2024
নায়ারকে মুম্বই তারকা রোহিত বলছিলেন, ”সব কিছুরই পরিবর্তন হচ্ছে একটু একটু করে। এগুলো ওদের ব্যাপার স্যাপার। যাই হোক না কেন, ভাই, ওটা আমার ঘর। এই মন্দির আমার হাতেই তৈরি।” নায়ার ও রোহিতের তিরিশ সেকেন্ডের যে ভিডিও পোস্ট করা হয়েছে, তাতে শোনা যাচ্ছে রোহিত বলছেন, ”ভাই, মেরা ক্যায়া, মেরা তো ইয়ে লাস্ট হ্যায়।” যার বাংলা তর্জমা করলে হয়, এটাই আমার শেষ বছর। আমার কী! রোহিত হয়তো বলতে চেয়েছেন, হার্দিক পাণ্ডিয়ার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পরে একটু একটু করে সব বদলে যাচ্ছে। এই ভিডিওতে রোহিতের বক্তব্য নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় হয়তো কেকেআর ডিলিট করে দেয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.