Advertisement
Advertisement
Rohit Sharma

কোচ বদলায়, বদলায় ক্যাপ্টেনও, ভাগ্য বদলায় না! আরও প্রকট ভারতের ‘চোকার্স’ তকমা

দশ বছর আইসিসি ট্রফি নেই টিম ইন্ডিয়ার ঝুলিতে।

Rohit Sharma's Team India failed in World Test Championship | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 11, 2023 6:16 pm
  • Updated:June 11, 2023 6:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৩ সাল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছিল টিম ইন্ডিয়া। তার পর কেটে গিয়েছে দশ-দশটা বছর। আইসিসি টুর্নামেন্টে ব্যর্থতা ছাড়া আর কিছুই জোটেনি ভারতীয় দলের কপালে। কোচ বদলেছে। দলের জন্য বেছে নেওয়া হয়েছে নতুন অধিনায়কও। কিন্তু কোনও পরিস্থিতিই বদলে দিতে পারেনি টিম ইন্ডিয়ার ভাগ্য। ক্রমেই যেন প্রকট হচ্ছে ‘চোকার্স’ তকমা।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি, ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। একের পর এক টুর্নামেন্ট এসেছে। যার মধ্যে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির  ফাইনালে পৌঁছেছিল দল। বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বে সেবার তীরে এসে ডোবে তরী। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। আবার ২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী মরশুমের ফাইনালে পৌঁছে যায় বিরাটের টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ফাইনালে টিম ইন্ডিয়াকেই বাজি ধরেছিলেন ক্রিকেটপ্রেমীরা। প্রথমবার আইসিসি ট্রফি জয়ের হাতছানি ছিল কোহলির সামনে। কিন্তু আবারও ব্যর্থতা গ্রাস করে গোটা দলকে। কোচ রবি শাস্ত্রীর মগজাস্ত্র ও কিং কোহলির স্ট্র্যাটেজিকে মাত দিয়ে ট্রফি নিয়ে যায় কিউয়িরা।

Advertisement

Virat1

[আরও পড়ুন: প্রত্যাশা পূরণে ব্যর্থ রাজা থেকে রাজপুত্র! আইপিএলের সেরারাই ডোবাল ভারতকে]

কাট টু জুন, ২০২৩। কোহলি অধিনায়কত্ব থেকে অবসর ঘোষণায় বদলে গিয়েছে ক্যাপ্টেন। সব ফরম্যাটে নেতৃত্বের দায়িত্ব পান রোহিত শর্মা। শাস্ত্রী পরবর্তী জমানায় ভারতীয় দলের কোচ হিসেবে আসেন রাহুল দ্রাবিড়। কিন্তু যিনি জুনিয়রদের বিশ্বজয়ের স্বাদ দিয়েছিলেন, সিনিয়র দলে এসে সেই স্বাদ থেকে তিনি এখনও বঞ্চিত। দু’বছর ধরে যে পরিশ্রম করে টেস্ট ফাইনালে পৌঁছায় একটি দল, তার বারবার এভাবে ব্যর্থ হওয়া যেন সত্যিই মেনে নেওয়া যায় না। 

বিশ্ব ক্রিকেটে বড় ইভেন্টে বারবার হারের জন্য ‘চোকার্স’ তকমা পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু দশ বছর আইসিসি ট্রফি খরা কাটাতে না পেরে সেই তালিকায় যে ঢুকে পড়ল ভারতও! ধোনি একাই তিনটি আইসিসি ট্রফি এনে দিয়েছিলেন ভারতকে। ওয়ানডে ও টি-২০ বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। অথচ তাঁর উত্তরসূচি কোহলি, রোহিতরা নিরাশ করছেন প্রতিবার। তবে কার হাত ধরে বদলাবে ভাগ্যের চাকা? গলদ কোথায়? কবে বিদেশের মাটিতে ভারতীয় দলের সিংহ গর্জন শোনা যাবে? উত্তর সময়ের গর্ভে।

[আরও পড়ুন: জট কাটল এশিয়া কাপের, হাইব্রিড মডেলেই খেলবে ভারত-পাকিস্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement