Advertisement
Advertisement
Rohit Sharma

প্রথম টেস্টে হেলায় লঙ্কাজয় ভারতের, কপিল দেবের রেকর্ড ভাঙলেন অশ্বিন

বিরল রেকর্ডের মালিক জাদেজাও।

Rohit Sharma's India beats Sri lanka in 1st Test in Mohali | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:March 6, 2022 4:11 pm
  • Updated:March 6, 2022 4:53 pm  

ভারত: ৫৭৪/৮ (ডিক্লেয়ার)
শ্রীলঙ্কা: ১৭৪/১০, ১৭৮/১০
এক ইনিংস ও ২২২ রানে জয়ী ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ব়্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকা হেভিওয়েট ভারতের কাছে এই শ্রীলঙ্কা নেহাতই শিশু। ভারতীয়দের একের পর এক রেকর্ডে যেন সেটাই প্রমাণ হয়ে গেল। ঋষভ পন্থ থেকে রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা থেকে রবিচন্দ্রন অশ্বিন, প্রত্যেকেই নজির গড়লেন মোহালিতে। আর এভাবেই লঙ্কাবাহিনীকে হেলায় হারিয়ে কোহলির শততম টেস্ট চিরস্মরণীয় করে রাখল টিম ইন্ডিয়া।

Advertisement

সদ্য টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছেন রোহিত শর্মারা (Rohit Sharma)। এহেন দলকে যে টেস্টেও জোর ধাক্কা দেবে ভারত, তা ক্রিকেট অনভিজ্ঞ দর্শকও হলফ করে বলে দিতে পারেন। সুতরাং খেলার ফল কী হবে, তা নিয়ে বিশেষ মাথাব্যথা ছিল না ভারতীয় সমর্থকদের। বরং কোহলিরা কেমন পারফর্ম করেন, সেই কৌতূহলই ছিল বেশি। ভারতকে কেবল একটি ইনিংসই খেলতে হল। ফলে প্রাক্তন ভারত অধিনায়ক কোহলিকে (Virat Kohli) ৪৫ রান করতে দেখারই সুযোগ হল। তবে ম্যাচের দ্বিতীয় ও তৃতীয় দিন সমস্ত লাইমলাইট কেড়ে নিলেন জাদেজা। ব্যাটে-বলে অপ্রতিরোধ্য তিনি। বিশ্বের যষ্ঠ ক্রিকেটার হিসেবে এক ইনিংসে দেড়শোর বেশি রান এবং ৫টি উইকেট নেওয়ার নজির গড়লেন ভারতীয় অলরাউন্ডার। শেষবার ১৯৭৩ সালে এই রেকর্ড গড়েছিলেন পাক তারকা মুস্তাক মহম্মদ। তবে পাঁচটি উইকেটেই থামেননি তিনি। দ্বিতীয় ইনিংসে ফের চারটি উইকেট তুলে নিয়ে লঙ্কাবাহিনীর ব্যাটিং অর্ডারে ধস নামান জাদেজা।

[আরও পড়ুন: শেন ওয়ার্নের টাওয়েল ও বালিশে মিলেছে রক্তের দাগ, সামনে এল চাঞ্চল্যকর তথ্য!]

জাদেজার (Ravindra Jadeja) কীর্তির দিন ‘হাম ভি কিসিসে কম নহি’ ভঙ্গিতে উইকেট তুলে নিয়ে নজর কাড়লেন অশ্বিনও। টপকে গেলেন বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবকে। টেস্টে হরিয়ানা হ্যারিকেনের ৪৩৪টি উইকেট নেওয়ার মাইলস্টোন অতিক্রম করে ফেললেন অশ্বিন। এদিন আসালাঙ্কার উইকেট নিতেই কপিল দেবকে পিছনে ফেলে দেন তিনি। দ্বিতীয় ইনিংসে অশ্বিনের সংগ্রহ ৪ উইকেট।

শ্রীলঙ্কান উইকেটকিপার নিরোসান ডিকোয়েলা (৫১) ছাড়া ভারতীয় স্পিন অ্যাটাকের সামনে এদিন আর কোনও ব্যাটারই টিকতে পারেননি। ফলে ১৭৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। তবে এত রেকর্ডের মাঝেও ক্রিকেটপ্রেমীদের আক্ষেপ একটাই, কোহলির ব্যাটে সেঞ্চুরি এল না। ১২ মার্চ থেকে বেঙ্গালুরুতে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে বিরাট সেই ইচ্ছে পূরণ করতে পারেন কি না, সেটাই এখন দেখার। 

[আরও পড়ুন: চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে উড়িয়ে দিয়ে মহিলা বিশ্বকাপে অভিযান শুরু ভারতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement