Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

বিরাটের মতোই পর পর নকআউটে হার, কোন পথে অধিনায়ক রোহিতের ভবিষ্যৎ?

এবার কি ভারতীয় ওয়ানডে দলেও 'ট্রানজিশন' শুরু?

Rohit Sharma's future as Indian Captain in Question | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:November 20, 2023 5:05 pm
  • Updated:November 20, 2023 5:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগে বলেছিলেন, অধরা মাধুরী অর্জন করতে চান। কিন্তু ভাগ্যের ফেরে সেটা হল না। তাঁর নেতৃত্বে গোটা টুর্নামেন্টে দারুন খেলেছে টিম ইন্ডিয়া। শুধু ফাইনালের একটা ‘খারাপ দিন’ সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল। এই প্রথম নয়, ভারতের অধিনায়ক হিসাবে আরও দুটি বড় টুর্নামেন্টের নকআউটে হেরেছেন রোহিত শর্মা। ২০২২ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল, এবং ২০২৩ বিশ্বকাপের ফাইনাল। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অধিনায়ক হিসাবে রোহিত শর্মার (Rohit Sharma) ভবিষ্যৎ কী?

বিরাট কোহলি অধিনায়ক থাকাকালীনও ভারতীয় দলের ‘রোগ’ ছিল নক-আউটে গিয়ে বিশ্রী হেরে বিদায় নেওয়া। বিরাট হারতেন সেমিফাইনালে, রোহিতের আমলে উন্নতি বলতে তিনি হারলেন ফাইনালে। কিন্তু যে লক্ষ্যে রোহিতকে অধিনায়ক হিসাবে আনা হয়েছিল, সেই আইসিসি (ICC) ট্রফিজয়ের স্বপ্ন রোহিত জমানাতেও অধরা। তাছাড়া রোহিতের বয়স হচ্ছে, আগামী বিশ্বকাপে অন্তত তাঁকে নেতা হিসাবে ভাবা কঠিন। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠা শুরু করছে, তাহলে কি এখন থেকেই নতুন করে ভাবা শুরু করা উচিত টিম ইন্ডিয়ার?

Advertisement

[আরও পড়ুন: ফাঁকা বাড়িতে মিলল ৪ খুদে ভাইবোনের দেহ, একে অপরকে বাঁচাতে গিয়ে মৃত্যু, অনুমান পুলিশের]

ভারত অধিনায়ক রোহিত শর্মার বয়স এখন সাঁইত্রিশ। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে যখন, রোহিত শর্মাকে আর দেখতে না পাওয়াই স্বাভাবিক। কারণ, ততদিনে রোহিতের বয়স একচল্লিশ হয়ে যাবে। চল্লিশ পেরিয়ে রোহিত পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ খেলছেন, ভাবাটা একটু কষ্টের। ভারত অধিনায়কের ঘনিষ্ঠমহল মনে করে, রোহিতের পক্ষে আরও একটা বিশ্বকাপ টানা সম্ভব হবে না।

রোহিত আর এখন টি-টোয়েন্টি খেলেন না। ভারতীয় ক্রিকেট সার্কিটের খবর ধরলে, রোহিত নাকি ইতিমধ‌্যে জাতীয় নির্বাচকদের জানিয়ে দিয়েছেন টি-টোয়েন্টিতে তাঁকে আর না ভাবতে। আইপিএল (IPL) খেলা চালিয়ে যাবেন। কিন্তু দেশের হয়ে আর নয়। টি-টোয়েন্টিতে ভারতীয় দল রোহিতদের পিছনে ফেলে নতুন করে ভাবা শুরুও করে দিয়েছে। রইল শুধু ওয়ানডে। ভারতীয় ক্রিকেট মহলের বিশ্বাস, এখনই হয়তো ওয়ানডে থেকে অবসর নেবেন না রোহিত। কিন্তু বিশ্বকাপ না থাকলে বছরে ওয়ানডে আর হয় ক’টা? সে দিক থেকে দেখতে গেলে, এর পর শুধু টেস্ট ক্রিকেটের সাদা জার্সিতেই দু’জনকে নিয়মিত দেখার সম্ভাবনা।

[আরও পড়ুন: ৯ দিন ধরে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে ৪১ শ্রমিক, মুখ্যমন্ত্রী ধামিকে ফোন উদ্বিগ্ন প্রধানমন্ত্রীর]

সঙ্গে এটাও সত‌্যি যে, অদূর ভবিষ‌্যতে ওয়ানডে ফরম্যাটেও ভারতীয় টিমের ‘ট্রানজিশন’ শুরু হয়ে যাবে। টি-টোয়েন্টিতে যা শুরু হয়ে গিয়েছে আগে থেকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর। রোহিতকে আর খেলতে দেখা যায়নি। বিরাটকেও না। সরকারিভাবে হার্দিক পাণ্ডিয়ার নাম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ঘোষণা না হয়ে থাকলেও তিনিই বর্তমানে ভারতের অঘোষিত টি-টোয়েন্টি অধিনায়ক। আগামী বিশ্বকাপের দিকে নজর রেখে ভারতীয় বোর্ড যদি অদূর ভবিষ্যতে ওয়ানডে-তেও নতুন করে ভাবা শুরু করে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। আর তার আগে এই ‘ট্রানজিশন’ শুরুর সম্ভাবনা কম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement