Advertisement
Advertisement
Rohit Sharma

‘একটা অডিও আমার বারোটা বাজিয়ে দিয়েছে’, ক্যামেরাম্যান দেখতেই হাতজোড় রোহিতের

হঠাৎ এই অবস্থা কেন হিটম্যানের?

Rohit Sharma was seen making a humble request to cameraman to disable the audio
Published by: Arpan Das
  • Posted:May 18, 2024 3:04 pm
  • Updated:May 18, 2024 3:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতজোড় করে দাঁড়িয়ে আছেন রোহিত শর্মা (Rohit Sharma)। কাতরভাবে অনুরোধ করছেন ক্যামেরাম্যানকে। লখনউ ম্যাচের দিন এভাবেই পাওয়া গেল মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) তারকাকে। কিন্তু হঠাৎ এই অবস্থা কেন হিটম্যানের?

যদিও পুরো বিষয়টাই ঘটেছে মজার ছলে। যার সঙ্গে জড়িয়ে আছে ইডেনে নাইটদের বিরুদ্ধে ম্যাচের ঘটনা। সেই ম্যাচের আগে কেকেআরের সহকারী অভিষেক নায়ারের সঙ্গে কথা বলছিলেন রোহিত। সেখানে তিনি বলেন “এটাই আমার শেষ বছর।” যা শুনে ভক্তদের অনুমান, তিনি মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার কথা বলছেন। কারণ রোহিত আরও বলেন, “সব কিছুরই পরিবর্তন হচ্ছে একটু একটু করে। এগুলো ওদের ব্যাপার স্যাপার। যাই হোক না কেন, ভাই, ওটা আমার ঘর। এই মন্দির আমার হাতেই তৈরি।”

Advertisement

[আরও পড়ুন: ৬ জুনের যুবভারতীতে ৬০ হাজার ‘সুনীল’, কিংবদন্তির বিদায়ী ম্যাচে অভিনব উদ্যোগ]

তার পর অনেক জলঘোলা হয়েছে এই অডিও নিয়ে। মরশুম শেষে রোহিত মুম্বই ত্যাগ করবেন বলেই ধরে নেন সমর্থকরা। পরে অবশ্য সেই ভিডিও সোশাল মিডিয়া থেকে মুছে দেয় নাইট রাইডার্স। এমনকী কেকেআরের সিইও বেঙ্কি মাইসোরের মতে, এটা দুই ক্রিকেটারের ব্যক্তিগত ব্যাপার। যদিও তাতে চর্চা কমেনি। তাই লখনউ ম্যাচের দিন অত্যন্ত সাবধানী রূপে পাওয়া গেল রোহিতকে।

[আরও পড়ুন: ‘সব দলে বুমরাহ-রশিদ নেই’, ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে রোহিতের পাশে কোহলি]

সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরাম্যান তাঁর কাছে যেতেই হাতজোড় করে নেন হিটম্যান। মজার ছলে তিনি বলেন, “ভাই, অডিওটা বন্ধ করে দাও। এক অডিওয় আমার বারোটা বাজিয়ে দিয়েছে।” যা নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। পরে এই ভিডিও মুছে দেওয়া হয়। কিন্তু পরের মরশুমে কি রোহিত মুম্বইয়ে থাকবেন? সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement