Advertisement
Advertisement

Breaking News

রোহিত শর্মা

লাল বলের ক্রিকেটে ফের ব্যর্থ রোহিত, ওপেন করতে এসে ফিরলেন শূন্য রানেই

প্রথম পরীক্ষাতেই ব্যর্থ 'হিটম্যান'!

Rohit Sharma was dismissed for a second-ball duck
Published by: Subhajit Mandal
  • Posted:September 28, 2019 4:27 pm
  • Updated:September 28, 2019 4:27 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দক্ষিণ আফ্রিকা সিরিজে ওপেনার হিসেবে তাঁর উপরই ভারসা রেখেছেন নির্বাচকরা। কে এল রাহুলের লাগাতার ব্যর্থতার পর রোহিতে শর্মাকেই ভারতের ভবিষ্যৎ ওপেনার হিসেবে ভাবতে শুরু করেছে ক্রিকেট মহলের একাংশ। কিন্তু, লাল বলের ক্রিকেটে রোহিত আরও এবার ব্যর্থ হয়ে অনুরাগীদের হতাশ করলেন। সম্ভবত প্রথমবার প্রথম শ্রেণির ক্রিকেটে ওপেন করতে এলেন টিম ইন্ডিয়ার ‘হিট ম্যান’। সেই প্রথম ম্যাচেই হতাশ করলেন তিনি।

[আরও পড়ুন: এবার বলিউডেও ধোনি! অভিনয় করছেন সঞ্জয় দত্তের সিনেমায়]

একসময় সীমিত ওভারের ক্রিকেটেও মিডল অর্ডারে খেলতেন রোহিত। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে প্রথমবার নিয়মিত ওপেন করা শুরু তাঁর। তার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি হিটম্যানকে। বিরাট কোহলির পর সীমিত ওভারের ক্রিকেটে তিনিই সবচেয়ে সফল ভারতীয় ব্যাটসম্যান। এই মুহূর্তে গোটা বিশ্বের প্রথম সারির ব্যাটসম্যানদের তালিকা তৈরি করা হলে একেবারে প্রথম সারিতে উচ্চারিত হবে রোহিত শর্মার নাম। কিন্তু, টেস্টে সেই সাফল্যের ছিটেফোঁটাও নেই। তাই টিম ম্যানেজমেন্টের ভাবনা, এবার টেস্টেও একই পথে রোহিতকে ওপেনিংয়ে তুলে আনা হোক। দক্ষিণ আফ্রিকা সিরিজের দল নির্বাচনের সময় খোদ নির্বাচক প্রধান এমএসকে প্রধান জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত শর্মাকে ওপেনার হিসেবেই দেখতে চান তিনি। সেজন্যই লোকেশ রাহুলের পরিবর্ত হিসেবে অন্য কোনও ওপেনারকে দলে সুযোগ দেওয়া হয়নি।

Advertisement

[আরও পড়ুন: নির্বাচকদের ‘রাজনীতি’র জন্যই বিশ্বকাপ দলে সুযোগ পাননি, বিস্ফোরক যুবরাজ]

কিন্তু, লাল বলের ক্রিকেটে ওপেনার হিসেবে প্রথম পরীক্ষাতেই ব্যর্থ হলেন রোহিত শর্মা। বোর্ড প্রেসিডেন্ট ইলেভেন বনাম দক্ষিণ আফ্রিকা ইলেভেন প্রস্তুতি ম্যাচে রোহিত ওপেন করতে নেমে ফিরলেন শূন্য রানেই। ইনিংসের দ্বিতীয় বলেই প্যাভিলিয়নে ফেরেন হিটম্যান। তাঁর উইকেটটি তুলে নেন ভার্নন ফিল্যান্ডার। এদিন আবার বোর্ড প্রেসিডেন্ট ইলেভেন অধিনায়কত্বও করছেন রোহিত। তিনদিনের এই ম্যাচে তাঁর ব্যর্থতা আবারও টেস্ট ক্রিকেটে তাঁর উপযোগিতা নিয়ে প্রশ্ন তুলে দিল। যদিও অনেকে বলছেন, রোহিত বড় ম্যাচের প্লেয়ার। ২ অক্টোবর বিশাখাপত্তনমে প্রথম টেস্ট শুরু হলে তিনি নিশ্চয় সফল হবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement