Advertisement
Advertisement
Rohit Sharma

অভিষেক ম্যাচেই ভাগ্যের শিকার! সরফরাজের আউট দেখে কী করলেন ক্ষুব্ধ রোহিত?

রইল রোহিতের প্রতিক্রিয়ার ভিডিও।

Rohit Sharma throws his cap in anger as Sarfaraz Khan run out । Sangbad Pratidin

রোহিত শর্মা। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:February 15, 2024 7:12 pm
  • Updated:February 15, 2024 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেক টেস্টে দুর্ভাগ্যজনক ভাবে রান আউট হন সরফরাজ খান (Sarfaraz Khan)। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টেস্ট অভিষেক হয় সরফরাজের। তাঁকে নিয়ে আবেগের ছবি দেখা যায় বৃহস্পতিবারের রাজকোটে। সরফরাজের বাবা-স্ত্রী চোখের জল ফেলেন। সরফরাজ রান আউট হয়ে ফেরার সময়ে প্রতিক্রিয়া দেখান ভারত অধিনায়ক রোহিত শর্মাও (Rohit Sharma)। 
ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করেও দীর্ঘদিন জাতীয় দলের দরজা বন্ধই ছিল সরফরাজের জন্য। অবশেষে সেই সুযোগ এল। দেশের হয়ে টেস্ট খেলতে নামলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। জাতীয় দলের জার্সি পরে ছেলেকে খেলতে দেখে আবেগে চোখের জল সামলাতে পারেননি গর্বিত বাবা। তাঁর স্ত্রীও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি।  

[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতদের হেডস্যর রাহুল দ্রাবিড়, স্পষ্ট করে দিলেন জয় শাহ]

রোহিত শর্মা ফেরার পরে রবীন্দ্র জাদেজা ও সরফরাজ খান ৭৭ রান জোড়ার পরে রান আউট হন অভিষেককারী সরফরাজ। জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে সরফরাজের দুরন্ত ইনিংস শেষ হয়ে যায়। ওভাবে সরফরাজকে রান আউট হতে দেখে স্থির থাকতে পারেননি হিটম্যান। হতাশায়-রাগে ড্রেসিং রুমে টুপি ছুড়ে ফেলে দেন তিনি। রোহিতের এমন রাগত প্রতিক্রিয়ার ছবি ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। ভক্তরা অনেকেই সরফরাজের আউটের জন্য রবীন্দ্র জাদেজাকে কাঠগড়ায় দাঁড় করান।
জাদেজা নিজেকে কি দোষী সাব্যস্ত করেছিলেন? সরফরাজ প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগানোর সময়ে জাদেজাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেঞ্চুরির পরে ভালোভাবে উদযাপনও করতে পারেননি জাদেজা। 

Advertisement

 

ম্যাচের প্রেক্ষিতে জাদেজা ও সরফরাজের জুটিটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। রোহিত ও জাদেজা ২০৪ রান যোগ করার পরে ফেরেন হিটম্যান। রোহিত ফেরার পরে ইংল্যান্ড ম্যাচে ফিরে আসতেই পারত। ইংরেজ বোলাররা পালটা চাপ দিতেই পারতেন ভারতের উপরে। কিন্তু সরফরাজ ও জাদেজার পার্টনারশিপের জন্যই ব্যাকফুটে চলে যায় ইংল্যান্ড শিবির। যেভাবে সরফরাজ এগোচ্ছিলেন, তাতে ভাগ্য সহায় থাকলে অভিষেক ম্যাচে সেঞ্চুরিও করতে পারতেন সরফরাজ। কিন্তু দুর্দান্ত সরফরাজের ইনিংস থেমে যায় রান আউট হয়ে। অনেকের মতো রোহিত শর্মাও স্থির থাকতে পারেননি সরফরাজের আউটে। 

[আরও পড়ুন: এবার গোটা মরশুমের জন্য ছিটকে গেলেন পার্দো, ইস্টবেঙ্গলে এলেন সার্বিয়ার আলেকজান্ডার প্যানটিচ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement