সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস মুখপাত্রের কটাক্ষের শিকার রোহিত শর্মা। ভারত অধিনায়ককে ‘মোটা-খারাপ অধিনায়ক’ বলে তোপ দাগেন শামা মহম্মদ। যদিও ড্যামেজ কন্ট্রোল করে কংগ্রেসের তরফে জানানো হয়, মুখপাত্র যা বলেছেন, তা দলের মন্তব্য নয়। এমনকী শামাকে রোহিত সংক্রান্ত পোস্টটি ডিলিটও করতে বলা হয়। তবে এই বিতর্কের মাঝেই এবার একই সুর শোনা গেল তৃণমূল সাংসদ সৌগত রায়ের গলায়।
বর্ষীয়ান সাংসদের দাবি, রোহিতকে দলে রাখাই উচিত নয়। সংবাদ সংস্থা IANS-কে সৌগত রায় জানান, “শুনেছি রোহিত শর্মার পারফরম্যান্স খুবই খারাপ। একটা মাত্র সেঞ্চুরি পেয়েছে। এছাড়া ২,৩,৪,৫ রানেই আউট হয়ে গিয়েছে। ওর দলে থাকাই উচিত নয়।” এখানেই শেষ করেননি তিনি। শামা মহম্মদ যে হিটম্যানের সম্পর্কে ভুল কিছু বলেননি, সে কথাও জোর দিয়ে বলেন তৃণমূল সাংসদ। তাঁর সংযোজন, “ভারত এখন জিতছে কারণ বাকি ক্রিকেটাররা ভালো খেলছে। অধিনয়াকের কোনও অবদানই নেই। শামা মহম্মদ যা বলেছে, ঠিকই বলেছে।”
Kolkata, West Bengal: On Congress leader Shama Mohamed fat shaming Team India captian Rohit Sharma, TMC MP Saugata Roy says, “I heard that Rohit Sharma’s performance has been quite poor. He scored one century, but other than that, he gets out after scoring 2, 3, 4, or 5 runs. He… pic.twitter.com/h89cNP43jO
— IANS (@ians_india) March 3, 2025
বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত পর্যুদস্ত হওয়ায় রোহিতের খারাপ ফর্ম নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়েছিল ঠিকই। কিন্তু চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর নেতৃত্বেই জয়ের হ্যাটট্রিক করেছে টিম ইন্ডিয়া। পৌঁছে গিয়েছে সেমিফাইনালে। অধিনায়কের একাধিক সিদ্ধান্ত প্রশংসাও পেয়েছে বিশ্লেষকদের। তারই মধ্যে কংগ্রেস মুখপাত্রর এহেন মন্তব্যে জোর বিতর্ক। পালটা রাহুল গান্ধীর ‘ব্যর্থতা’র খতিয়ান তুলে কংগ্রেসকে কড়া সুরে আক্রমণ করেছে বিজেপি। মুখ খুলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডও। বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া জানান, ‘একজন দায়িত্ববান ব্যক্তির থেকে এরকম অবমাননাকর মন্তব্য আশা করা যায় না। ভারতীয় দল একটি গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের মাঝপথে রয়েছে। এই ধরনের মন্তব্য ক্রিকেট দল ও ক্রিকেটারদের উপর খারাপ প্রভাব ফেলতে পারে।’ এবার শামার পাশে দাঁড়িয়ে নতুন করে বিতর্ক উসকে দিলেন সৌগত রায়।
সৌগত রায়ের মন্তব্য নিয়ে তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে প্রশ্ন করা হলে তিনি জানান, সৌগত রায় একজন বর্ষীয়ান সাংসদ। রোহিত নিয়ে যা বলেছেন, সেটা তাঁর ব্যক্তিগত মতামত। এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। তাই এ বিষয়ে দলের তরফে কোনও প্রতিক্রিয়া জানাবেন না কুণাল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.