সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের চার নম্বর পজিশন নিয়ে চর্চা চলছে। টিম ইন্ডিয়ার হয়ে চার নম্বরে নামবেন কে? এশিয়া কাপের (Asia Cup 2023) দল ঘোষণার পরে ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) চার নম্বর পজিশন নিয়ে মুখ খুললেন। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কেবলমাত্র চার নম্বর নয়, যে কোনও ব্যাটিং অর্ডারে খেলার মতো ব্যাটার দরকার দলের।
রোহিত বলেন, ”নির্দিষ্ট কোনও ব্যাটিং পজিশনে আমি স্বচ্ছন্দ, এমন কথা কেউ বলবে না। যে কোনও পজিশনে ব্যাট করার মতো খেলোয়াড় দরকার আমাদের। শুধুমাত্র এখন নয়, অনেক দিন ধরেই এটাই চাইছে দল। দলের প্রত্যেকের কাছে বার্তাও পৌঁছে দেওয়া হয়েছে। এটা আন্তর্জাতিক ক্রিকেট, ক্লাব ক্রিকেট নয়। দরকারে যে কোনও সময়ে, যে কোনও পজিশনে খেলার জন্য তৈরি থাকতে হবে। দলের প্রয়োজনে যে কোনও পজিশনে নামতে হতে পারে।”
এশিয়া কাপের দলে ফিরেছেন লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার। রোহিত কিন্তু বারংবার বলছেন, একটা বিশেষ পজিশনে একজন নির্দিষ্ট প্লেয়ারকে পাঠিয়ে দলটাকে হ্যান্ডিক্যাপড করে দিতে চান না। রোহিত বলেছেন, ”একজন খেলোয়াড়কে একটি নির্দিষ্ট পজিশনে খেলাতে চাই না। আমাদের প্লেয়ারদের থেকে সেরাটা বের করে নেওয়াই উদ্দেশ্য। দলে কারওরই সেট পজিশন নেই। প্লেয়ারদের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ব্যাটিং অর্ডার নমনীয় রাখাই আমাদের লক্ষ্য।”
এশিয়া কাপে ভারতকেই ফেভারিট ধরা হচ্ছে। অধিনায়ক রোহিত অবশ্য এই ফেভারিট ট্যাগে বিশ্বাসী নন। এশিয়া কাপে ঘরের মাঠের মতো পরিবেশে খেলতে হবে, এটাই ভারতকে এগিয়ে রাখছে বলে মনে করেন হিটম্যান। রোহিত বলেন, ”ফেভারিট ট্যাগে বিশ্বাসী বহির্বিশ্ব। বাইরের পৃথিবী এরকম ধরনের পরিস্থিতি তৈরি করে। এটা সবারই জানা সব দলই কঠিন লড়াইয়ের জন্য তৈরি। ঘরের মতো পরিবেশে খেলতে হবে এটাই আমাদের সুবিধায় রাখবে। আর প্রস্তুতির কথাই যদি বলা হয়, তাহলে বলবো নিজেদের যাচাই করে নেওয়ার এটাই সঠিক টুর্নামেন্ট। বিশ্বকাপের আগে নিজেদের শক্তি পরীক্ষা করে নেওয়ার জন্য উপযুক্ত টুর্নামেন্ট এশিয়া কাপ।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.