ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএলের (IPL) মাঝপথেই জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) ছেঁটে ফেলতে চেয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু বেঁকে বসেছিলেন অধিনায়ক। একইভাবে বাদ পড়া থেকে বাঁচিয়েছিলেন হার্দিক পাণ্ডিয়াকেও। আইপিএল শুরুর আগে রোহিত শর্মাকে নিয়ে এমনই মন্তব্য করলেন মুম্বইয়ের প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল।
২০১৩ থেকে টানা দশ বছর মুম্বইকে নেতৃত্ব দিয়েছেন রোহিত (Rohit Sharma)। তাঁর ক্যাপ্টেন্সিতেই পাঁচটি আইপিএল জিতেছে মুম্বই। ট্রফি জয়ের পাশাপাশি রোহিতের অধিনায়কত্বেই উঠে এসেছেন বুমরাহ-পাণ্ডিয়াদের মতো তারকারা। কিন্তু সকলকে চমকে দিয়ে ২০২৩এর ডিসেম্বরে মুম্বই কর্তৃপক্ষ জানিয়ে দেয়, আগামী আইপিএলে দলের অধিনায়ক হবেন হার্দিক (Hardik Pandya)। এই ঘোষণা মোটেই ভালোভাবে নেননি মুম্বই ভক্তরা। ক্যাপ্টেন্সি থেকে রোহিতকে সরিয়ে দেওয়াটা তাঁরা মানতে পারেননি। মুম্বইয়ের বেশ কয়েকজন ক্রিকেটারও এই সিদ্ধান্ত মানতে না পেরে দল ছাড়বেন বলে জল্পনা শুরু হয়।
তবে শেষ পর্যন্ত আসন্ন আইপিএলে হার্দিকের অধীনেই খেলতে দেখা যাবে রোহিতকে। তার আগেই জানা গেল, রোহিত নিজে দায়িত্ব নিয়ে হার্দিকের আইপিএল কেরিয়ার বাঁচিয়েছেন। পার্থিবের কথায়, “২০১৫ সালে নিজের প্রথম আইপিএলে খুব ভালো খেলেছিল হার্দিক। কিন্তু পরের বছর মোটেও নজর কাড়তে পারেনি। আনক্যাপড ক্রিকেটাররা ভালো খেলতে না পারলে ফ্র্যাঞ্চাইজিরা এভাবেই ছেড়ে দেয়, যেন তারা ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করে ফিরে আসতে পারে। কিন্তু রোহিত কিছুতেই হার্দিককে ছাড়তে চায়নি।”
একইভাবে জশপ্রীত বুমরাহকেও বাঁচিয়েছিলেন হিটম্যান। পার্থিবের কথায়, “২০১৫ সালে বুমরাহর প্রথম আইপিএল একদমই ভাল যায়নি। তাই টুর্নামেন্টের মাঝপথেই ওকে বাদ দেওয়ার কথা উঠেছিল। কিন্তু রোহিতের মনে হয়েছিল, ও খুব প্রতিভাবান। অবশ্যই বুমরাহকে দলে রাখা উচিত। তার পরে ২০১৬ থেকে দুরন্ত বোলিং শুরু করে বুমরাহ।” প্রসঙ্গত, হার্দিক অধিনায়ক হওয়ার পরে মুম্বই ছাড়তে পারেন বুমরাহ, এমন জল্পনা ছড়িয়েছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.