Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টিতেও নেতৃত্বের প্রস্তাব রোহিতকে, কেন ফেরালেন হিটম্যান?

টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতকে কি নেতা হিসেবে চাইছে বোর্ড?

Rohit Sharma requested BCCI for a break from the white-ball series in Indian cricket team's Tour of South Africa । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 1, 2023 12:43 pm
  • Updated:December 1, 2023 12:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরের দল ঘোষণায় কি চমক রয়েছে? দল ঘোষণার আগে সবাই ধরেই নিয়েছিলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে রোহিত শর্মার (Rohit Sharma) হাতেই হয়তো তুলে দেওয়া হবে টি-টোয়েন্টি দলের রিমোট কন্ট্রোল। কিন্তু দল নির্বাচনের পরে দেখা গেল রোহিত শর্মা কেবল টেস্ট দলকেই নেতৃত্ব দেবেন।
টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের নেতৃত্ব অন্যদের হাতে। কিন্তু খবরের ভিতরের খবর বলছে অন্য কথা। হিটম্যান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন। দক্ষিণ আফ্রিকা সফরে সাদা বলের ক্রিকেটে তিনি নেতৃত্ব দিতে চাননি। বিশ্বকাপের আগে থেকে যে পরিমাণ পরিশ্রম করতে হয়েছিল তাঁকে এবং পঞ্চাশ ওভারের বিশ্বকাপে দারুণ ঘাম ঝরানোর পরে বিশ্রামের প্রয়োজন বলে মনে করেছেন রোহিত। তাঁর ছুটির আবেদন মঞ্জুর করেছে ভারতীয় বোর্ড। 

[আরও পড়ুন: দুবাইয়ে প্রধানমন্ত্রী, পা রাখতেই ‘অব কি বার মোদি সরকার’ স্লোগান, সেলফির হিড়িক প্রবাসীদের]

বিসিসিআই-এর একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ”রোহিতকে টি-টোয়েন্টি দলের নেতৃত্বের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রোহিত এখন যুক্তরাজ্যে ছুটি কাটাচ্ছে। চার মাসের দীর্ঘ ধকলের পরে আরও একটু বেশি বিশ্রাম চাইছে। অধিনায়ক হিসেবে ড্রেসিং রুমে রোহিতকে সবাই শ্রদ্ধা করে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে যদি ও নেতৃত্ব দিতে চায়, তাহলে নেতৃত্ব দিতে পারে।”
২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে কনিষ্ঠ ফরম্যাটে খেলতে অনিচ্ছুক রোহিত। ৫০ ওভারের ফরম্যাটকেই পাখির চোখ করছেন তিনি। তবে পঞ্চাশ ওভারের বিশ্বকাপে দুর্দান্ত নেতৃত্ব দেওয়ার পরে রোহিতের এখন বিশ্রামের প্রয়োজন। সেই কারণেই দক্ষিণ আফ্রিকা সফরে শুধু একটি ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে কী হবে, এখনই বলা যাচ্ছে না।

Advertisement

[আরও পড়ুন: দেড় মাস ধরে অনুষ্ঠান, রাম মন্দির উদ্বোধন ঘিরে ‘রামময়’ হবে উত্তরপ্রদেশ, পরিকল্পনা যোগীর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement