ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাবা-ছেলে দুজনের সঙ্গেই খেলেছেন! সরফরাজ খানকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন রোহিত শর্মা। জানালেন, কেরিয়ারের শুরুর দিকে সরফরাজের বাবার সঙ্গেও ক্রিকেট খেলেছেন তিনি। প্রসঙ্গত, সরফরাজের টেস্ট অভিষেকের সময় তাঁর বাবার সঙ্গে হিটম্যানের কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের তৃতীয় টেস্টে অভিষেক হয় সরফরাজ খানের। অভিষেকের পরে সরফরাজের (Sarfaraz Khan) বাবার কান্নায় ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়। সরফরাজ টেস্ট ক্যাপ পাওয়ার পরে রোহিতের (Rohit Sharma) সঙ্গে কথা বলতে যান গর্বিত বাবা নওশাদ খান। ভারত অধিনায়ককে বলেন, “আপনি যা যা করেছেন, সেতো সবাই জানে।” উত্তরে সরফরাজের বাবা বুকে হাত দিয়ে রোহিতের কাছে অনুরোধ করেন, “স্যর, আমার ছেলেকে একটু দেখে রাখবেন।” উত্তরে রোহিতও আশ্বাস দেন, “অবশ্যই”।
সরফরাজের অভিষেকের সময়ের সেই কথা উঠে আসে রোহিতের একটি সাক্ষাৎকারে। গত কয়েকমাসের মধ্যে ভারতীয় দলে অভিষেক হয়েছে একঝাঁক তরুণ ক্রিকেটারের। সেই প্রসঙ্গে রোহিত বলেন, “ওদের সঙ্গে খেলে আমার তো দারুণ লেগেছে। সবাই খুব দুষ্টুমিষ্টি। কীভাবে খেলতে হবে সেটা ওরা জানে। আমার কাজ শুধু কথা বলা যেন ওরা মানসিক চাপে না থাকে। দেশের হয়ে ওদের খেলতে দেখে খুব ভালো লাগছিল। সকলের বাবা-মাও ছিল। সবমিলিয়ে খুব আবেগঘন মুহূর্ত।”
তরুণ ক্রিকেটারদের অভিষেক নিয়ে কথা বলতে গিয়েই সরফরাজের প্রসঙ্গ উল্লেখ করেন রোহিত। বলেন, “কাঙ্গা লিগে সরফরাজের বাবার সঙ্গে আমি খেলেছি। বাঁহাতি আগ্রাসী ব্যাটিংয়ের জন্য মুম্বইয়ের ক্রিকেট সার্কিটে বেশ পরিচিত ছিলেন নওশাদ। অনেক পরিশ্রম করে ছেলেকে জাতীয় দলে খেলার যোগ্য করে তুলেছেন। আমি শুধু এটাই বলতে চাই, টেস্ট ক্যাপ যতটা সরফরাজের ততটাই ওর বাবারও।” প্রসঙ্গত, সরফরাজের ভাই মুশির খানও অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের সদস্য।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.