২০১১ বিশ্বকাপ নিয়ে এখনও আবেগি রোহিত শর্মা। ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারফর্মারদের জীবন এভাবেই বদলে যায়। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ (ICC ODI World Cup 2011)। অথচ বিরাট কোহলি (Virat Kohli)-ইউসুফ পাঠান (Yusuf Pathan) যখন বিশ্বকাপের মঞ্চ মাতাচ্ছেন, তখন মুম্বইয়ের বাড়িতে বসে ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)।
জাম্প কাট। ২০১৯ সালের বিশ্বকাপ। এহেন ‘হিট ম্যান’ চার বছর আগের কাপ যুদ্ধে ধরা দিয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। ৯ ম্যাচের ৯ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছিল ৬৪৮ রান। গড় ৮১.০০। স্ট্রাইক রেট ৯৯.৩৩। সঙ্গে ছিল ৫টি শতরান ও ১টি অর্ধ শতরান। সেই রোহিত এবার টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়ক। যদিও ২০১১ সালের সেই কঠিন সময় এখনও ভুলতে পারেননি তারকা ওপেনার। এবং সেই সময় যুবরাজ সিং (Yuvraj Singh) কীভাবে তাঁর পাশে দাঁড়িয়েছিলেন সেটা এখনও মনে রেখেছেন রোহিত।
এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে যাওয়ার আগে এই মুহূর্তে বেঙ্গালুরুর আলুরে প্রস্তুতিতে ব্যস্ত ভারতীয় দল। ২ সেপ্টেম্বর বাইশ গজের যুদ্ধে প্রতিপক্ষ পাকিস্তান (Pakistan)। এশিয়ার সেরা হওয়ার দৌড়ে নামার আগে রোহিত ফিরে গেলেন ১২ বছর ঘটনায়।
বলছিলেন,”সেই সময় আমার সারাদিন বন্ধ ঘরেই কেটে যেত। প্রতিটা দিন কীভাবে কাটাতাম সেটা ভাষায় প্রকাশ করতে পারব না। আগামীদিনগুলোতে আমার জন্য কী অপেক্ষা করছে, সেটা নিয়ে বিন্দুমাত্র ধারণা ছিল না। ঠিক এমন কঠিন সময় আমার পাশে যুবি ভাই দাঁড়িয়েছিল। প্রায় আমাকে ডিনারে নিয়ে যেত। দলের বাইরে থাকলে কী করা উচিত, সেটা নিয়ে আমাদের মধ্যে আলোচনা হত।”
কিন্তু কীভাবে রোহিতকে উদ্ভুদ্ধ করেছিলেন যুবরাজ? রোহিত যোগ করলেন, “যুবি ভাই বারবার একটাই কথা বলত, ‘তোর কাছে অনেক বছর সময় রয়েছে। আমরা বিশ্বকাপ খেললেও মনে রাখিস তোর বয়স এখন অনেক কম। তাই নিজের স্কিলের আরও উন্নতি করে দলে কামব্যাক কর। দেশের হয়ে বিশ্বকাপ খেলার এর বাইরে আর কোনও উপায় নেই।”
যুবরাজের সেই কথা কাজে দিয়েছিল। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি রোহিতকে নিজেকে ওপেনার হিসেবে আবিষ্কার করেন। এরপর থেকে রোহিতকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এহেন রোহিতের হাতে এবার দলের ব্যাটন। আপাতত ভারতীয় দলের নজর এশিয়া কাপের দিকে। তবে আসল লক্ষ্য বিশ্বকাপ জয়। অধিনায়ক হিসেবে ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি টেস্ট ফাইনাল হেরেছেন। এবার কি অধিনায়ক রোহিত চাকা ঘোরাতে পারবেন? সেটাই দেখার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.