সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma) কি আদৌ বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে খেলতে পারবেন? গোটা ভারতীয় দল অস্ট্রেলিয়ায় পৌঁছে গেলেও এই প্রশ্নের জবাব নেই কারোওর কাছে। এহেন পরিস্থিতিতে বুধবার মুম্বইয়ে প্র্যাকটিসে নেমে পড়লেন ভারত অধিনায়ক। তাঁর ঘনিষ্ঠমহলের দাবি, পরিস্থিতি যাই হোক না কেন প্রথম টেস্টের জন্য নিজের সেরা প্রস্তুতি সেরে রাখতে চাইছেন রোহিত।
আগামী ২২ নভেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy)। পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত এবং অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম টেস্টে রোহিত খেলবেন কিনা, সেটা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। যা খবর তাতে ভারত অধিনায়ক দ্বিতীয়বার বাবা হতে চলেছেন। পারথ টেস্টের সময়ই পৃথিবীর আলো দেখার কথা রোহিতের দ্বিতীয় সন্তানের। সেকারণেই নাকি ভারত অধিনায়ক আগেভাগে বোর্ডের কাছে ছুটিও চেয়ে রেখেছিলেন। কিন্তু বোর্ড বা রোহিত কোনও তরফেই ছুটি নেওয়ার বিষয়টি প্রকাশ করা হয়নি।
সোমবারই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। কিন্তু অজিভূমে রওনা দেওয়ার আগে পর্যন্তও হেড কোচ গৌতম গম্ভীর জানতেন না, পারথে প্রথম টেস্টে আদৌ রোহিত খেলবেন কিনা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্রেফ বলেন, “এই মুহূর্তে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। পরিস্থিতি অনুযায়ী সকলকে জানানো হবে। আশা করি রোহিতকে প্রথম টেস্টে পাওয়া যাবে। তবে সেটা সিরিজ শুরুর আগে জানিয়ে দেওয়া হবে।”
এহেন পরিস্থিতিতে বুধবার মুম্বইয়ে অনুশীলন করতে দেখা যায় রোহিতকে। রিলায়্যান্স কর্পোরেট পার্কে ব্যাট করতে নেমে পড়েন তিনি। রোহিতের ঘনিষ্ঠমহলের মতে, ভারত অধিনায়ক আদৌ অস্ট্রেলিয়া যাবেন কিনা সেই নিয়ে এখনও কিছুই সিদ্ধান্ত নেওয়া হয়নি। পুরোটাই ব্যক্তিগত বিষয়। একজন বাবা হিসাবে এই সময়ে স্ত্রী এবং পরিবারের সঙ্গে থাকা উচিত বলেই মনে করছেন রোহিত। কিন্তু একইসঙ্গে তিনি টেস্ট সিরিজের প্রস্তুতিতেও তিনি কোনও ফাঁক রাখতে চান না। সুযোগ পেলেই মুম্বইয়ে ব্যাট করতে নেমে পড়বেন রোহিত, এমনটাই বলছে তাঁর ঘনিষ্ঠমহল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.