চেনা ফর্মে রোহিত শর্মা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৭ বিশ্বকাপ খেলতে চান ভারত অধিনায়ক রোহিত শর্মা। তার আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পরিকল্পনা নেই। রোহিত চাইছেন, সাতাশের বিশ্বকাপ দলকে জিতিয়ে সসম্মানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে। সমস্যা হল, সেটা করতে হলে আগামী দুবছর নিয়মিত ভালো পারফর্ম করতে হবে তাঁকে। সেই সঙ্গে ফিট থাকতে হবে। যে কাজটা বেশ কঠিন। এই কঠিন কাজটি করার জন্য ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারের দ্বারস্থ হচ্ছেন হিটম্যান।
এখনই অবসর নিচ্ছেন না। চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই ঘোষণা করে দিয়েছেন রোহিত। আবার ২০২৭ বিশ্বকাপে যে তিনি খেলবেনই সে নিশ্চয়তা তাঁকে বিসিসিআই দেয়নি। অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির সম্প্রচারকারী সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত যা বলেছেন, সেটার তেমনই মানে দাঁড়ায়। সূত্রের দাবি, রোহিত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত আদৌ ম্যাচ ফিট থাকতে পারবেন কিনা, সেটা নিয়ে বোর্ড সংশয়ে। বোর্ড সূত্রের দাবি, দুমাস পরই আটতিরিশে পা দেবেন রোহিত। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত তাঁর বয়স দাঁড়াবে ৪০ বছর। ততদিন হিটম্যান আদৌ আন্তর্জাতিক স্তরে খেলার মতো পরিস্থিতিতে থাকবেন কিনা সংশয় রয়েছে।
ফিটনেস যে সমস্যা সেটা বুঝতে পারছেন রোহিত নিজেই। সেকারণেই আগামী দুবছর খেলা চালিয়ে যাওয়ার জন্য নিখুঁত প্ল্যানিং করে ফেলেছেন হিটম্যান। এখনও পর্যন্ত যা সূচি ঠিক হয়েছে তাতে ২০২৭ বিশ্বকাপের আগে অন্তত ২৭টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত। সংখ্যাটা আরও বাড়তে পারে। তবে রোহিত সব ম্যাচ খেলবেন না। কিছু কিছু বাছাই করার সিরিজে সম্ভবত বিশ্রাম নিতে পারেন রোহিত। একই সঙ্গে টেস্ট খেলা চালিয়ে যেতে চান তিনি। মূল ফোকাস সাতাশের বিশ্বকাপ। আসলে এ পর্যন্ত চারটি আইসিসি টুর্নামেন্ট জিতলেও ওয়ানডে বিশ্বকাপ জেতা হয়নি রোহিতের। সেটা এবার করতে চান হিটম্যান।
নিজেকে ফিট রাখার জন্য রোহিত ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ারের পরামর্শ নিচ্ছেন। অভিষেক এর আগে কে এল রাহুল, দীনেশ কার্তিকদের সঙ্গে কাজ করেছেন। ভারতীয় ক্রিকেটে কোচ এবং মেন্টর হিসাবে বেশ জনপ্রিয় অভিষেক। রোহিত তাঁর সঙ্গে মূলত ফিটনেস, ব্যাটিংয়ের ধরন এবং মানসিকতা নিয়ে কাজ করবেন। তবে সবটাই নির্ভর করছে বিসিসিআইয়ের উপর। বোর্ড যদি শেষ পর্যন্ত রোহিতকে না রাখার সিদ্ধান্ত নেয়, তাহলে পরিস্থিতি জটিল হতে পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.