Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

বোলাররা ভয় পান রোহিতকে, হিটম্যানের আতঙ্ক কে?

কাকে খেলতে ভয় পেতেন রোহিত?

Rohit Sharma picks Dale Steyn as the toughest bowler he has faced
Published by: Krishanu Mazumder
  • Posted:May 15, 2024 6:33 pm
  • Updated:May 15, 2024 8:03 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বত্রাসী ব্যাটার তিনি। দেশেবিদেশের বোলাররা তাঁকে বল করতে ভয় পান। কিন্তু তিনি ভয় পান কোন বোলারকে?
ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) জানালেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ডেল স্টেনকে (Dale Steyn ) তিনি ভয় পেতেন। হিটম্যান বলেছেন, ”ব্যাট করতে নামার আগে আমি একশো বার ডেল স্টেনের ভিডিও দেখতাম। লিজেন্ড অফ দ্য গেম বলতে যা বোঝায় ডেল স্টেন তাই। নিজের কেরিয়ারে স্টেন যা অর্জন করেছে, তা এককথায় দুর্দান্ত। আমি একাধিকবার স্টেনের মুখোমুখি হয়েছি। খুব দ্রুত গতির বোলার। গতির সঙ্গে বল সুইং করাতে পারত। এটা খুব একটা সহজ ব্যাপার নয়। দুর্দান্ত প্রতিযোগীও বটে স্টেন। জেতার জন্য নিজেকে নিংড়ে দিত। প্রতিটি ম্যাচ জিততে চাইত, প্রতিটি সেশনে জেতার চেষ্টা করত। স্টেনের বিরুদ্ধে খেলাটা রীতিমতো চ্যালেঞ্জিং ছিল।” 

[আরও পড়ুন: দ্রাবিড়ের পরিবর্ত হিসেবে কি বিদেশি পছন্দ বোর্ডের? ভেসে উঠল আইপিএলের দুই কোচের নাম]

রোহিত যাঁকে ভয় পেতেন, সেই স্টেন মাত্র একবার আউট করেন হিটম্যানকে। বক্সিং ডে টেস্টে রোহিতকে শূন্য রানে আউট করেছিলেন দক্ষিণ আফ্রিকান তারকা বোলার। সেই প্রথম, সেই শেষ। স্টেন একবার রোহিতকে আউট করলেও, স্মরণীয় সব স্পেল প্রোটিয়া বোলার করেছেন ভারতীয় তারকার বিরুদ্ধে।
উল্লেখ্য, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ভারতীয় দল। সেখানে স্টেনকে সামলাতে বেগ পেতে হয়েছিল হিটম্যানকে।

Advertisement

[আরও পড়ুন:  দুটি নয়, বিশ্বকাপের আগে একটি গা ঘামানোর ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া, কিন্তু কেন?]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement