সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের আইপিএল (IPL 2023) খেলেই কি ব্যাট-প্যাড তুলে রাখবেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)?
চেন্নাই সুপার কিংসের অধিনায়ককে নিয়ে জোর জল্পনা মেগা টুর্নামেন্টের বল গড়ানোর আগে থেকেই। কেউ বলছেন এটাই ধোনির শেষ বছর। আবার কেউ বলছেন, ধোনি আইপিএল খেলা চালিয়ে যাবেন।
মুম্বই ইন্ডিয়ান্সের প্রেস কনফারেন্সে ধোনিকে নিয়ে প্রশ্ন করা হয় রোহিত শর্মাকে (Rohit Sharma)। ধোনির অবসর জল্পনা নিয়ে জিজ্ঞাসা করা হয়। বুদ্ধিমত্তার সঙ্গে রোহিত জবাব দেন, ”গত ২-৩ বছর ধরেই আমি একই কথা শুনছি ধোনিকে নিয়ে। প্রতিবারই নাকি শেষ বছর। আমার মনে হয় ধোনি ভালই ফিট রয়েছে। আরও কয়েক মরসুম খেলতেই পারে।”
এদিকে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোহিত শর্মা এবার মেগা টুর্নামেন্টের সবক’টি ম্যাচে নামবেন না। ওয়ার্ক লোডের জন্যই রোহিত বিশ্রাম নেবেন। তবে তিনি বিশ্রাম নিলে সূর্যকুমার যাদব মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন। রোহিত অবশ্য স্বীকার করে নিয়েছেন জশপ্রীত বুমরাহকে না পাওয়া বড় ক্ষতি মুম্বই ইন্ডিয়ান্সের জন্য।
পিঠের চোট থেকে দ্রুত সেরে ওঠার জন্য বুমরাহর অস্ত্রোপচার করা হয়েছে নিউজিল্যান্ডে। আইপিএলের পাশাপাশি এশিয়া কাপেও নামতে পারবেন না বুমরাহ। এবার মুম্বই ইন্ডিয়ান্স দলের বোলিং আক্রমণের পুরোভাগে থাকবেন জোফ্রা আর্চার।
হিটম্যান বলছেন, ”বুমরাহর অভাব আমরা অনুভব করবো। তবে দলের তরুণ খেলোয়াড়দের সামনে বড় সুযোগ। আমি অবশ্য কোনও তরুণ খেলোয়াড়কে চাপ দেব না।” রবিবার আরসিবির বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.