Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

‘ক্রিকেট কিট কেনার জন্য একদিন দুধের প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দিত রোহিত’, স্মৃতিচারণ প্রজ্ঞান ওঝার

হিটম্যানের এই গল্প অনেকেরই জানা নেই।

Rohit Sharma once delivered milk packets to buy his cricket kit, said Pragyan Ojha । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:March 28, 2023 12:45 pm
  • Updated:March 28, 2023 12:45 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যবিত্ত পরিবার থেকে উত্থান রোহিত শর্মার (Rohit Sharma)। এখন তিনি দেশের অধিনায়ক। একদিন ক্রিকেট কিট কেনার জন্য দুধের প্যাকেট বাড়ি বাড়ি সরবরাহ করতেন রোহিত। দেশের প্রাক্তন বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা (Pragyan Ojha) ‘হিটম্যান’ সম্পর্কে এমনই অজানা কাহিনি তুলে ধরেছেন।

বয়সভিত্তিক খেলার সময় থেকেই রোহিত ও প্রজ্ঞান ওঝা একে অপরকে চেনেন। ডেকান চার্জার্সের হয়েও একসঙ্গে খেলেছেন দুই ক্রিকেটার। সেই প্রজ্ঞান ওঝা স্মৃতিচারণ করে বলছিলেন, ”অনূর্ধ্ব ১৫ জাতীয় ক্যাম্পে রোহিত শর্মার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ। সেই সময়ে রোহিত সম্পর্কে সবাই বলত, ও স্পেশ্যাল একজন প্লেয়ার। আমি ওদের বিরুদ্ধে খেলেছিলাম এবং রোহিতের উইকেট নিয়েছিলাম। রোহিত খুব বেশি কথা বলত না। কিন্তু খেলার সময়ে আগ্রাসী ক্রিকেট খেলত।” 

Advertisement

[আরও পড়ুন: মেসির স্ট্যাচু রাখা হবে কনমেবলের মিউজিয়ামে, বিশ্বকাপ জয়ের উদযাপন চলছেই]

 

ওঝার সঙ্গে রোহিতের বন্ধুত্ব ওরেকটু গভীর হওয়ার পরে প্রাক্তন বাঁ হাতি স্পিনার জানতে পারেন ভারত অধিনায়ক সম্পর্কে অজানা কথা। দেশের প্রাক্তন বাঁ হাতি স্পিনার বর্তমানে আইপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য। প্রজ্ঞান ওঝা বলছেন, ”মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছে রোহিত। একবার আমার সঙ্গে গল্প করার সময়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিল রোহিত। ক্রিকেটীয় সরঞ্জাম কেনার মতো অর্থ সেই সময়ে ওর হাতে ছিল না। দুধের প্যাকেট বাড়ি বাড়ি পৌঁছে দিত ক্রিকেট কিট কেনার জন্য। অবশ্য এগুলো অনেক দিন আগের গল্প। পিছন ফিরে যখন দেখি, তখন বড্ড অদ্ভুত লাগে।”

ইনিংসের শুরুতে রোহিত শর্মা ঢিলেঢালা ব্যাটিং করেন। কিন্তু ম্যাচ যত গড়াতে থাকে, রোহিতের ছায়া ম্যাচের উপর ততই দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। ওঁর কেরিয়ারও তেমনই। শুরুটা করেছিলেন স্পেশ্যাল একজন প্লেয়ার হিসেবে। পরে দল থেকে বাদও পড়েন। ২০১১ সালে ভারত বিশ্বকাপ জেতার পরে আচমকাই রোহিতের মধ্যে পরিবর্তন আসে। ওয়ানডে দলে নিজের জায়গা পাকা করে নেন। মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্ব গ্রহণ করার পরে রোহিত সম্পূর্ণ অন্য মানুষ। তাঁর নেতৃত্বেই মুম্বইয়ের এই বাড়বাড়ন্ত আইপিএলে। টেস্ট ক্রিকেটে নামতে বহু দেরি হয়ে যায় রোহিতের। এখন তিনি দেশের অধিনায়ক। ভাবতেও বড্ড অদ্ভুত লাগে একদিন ক্রিকেট কিট কেনার অর্থ হাতে ছিল না যাঁর, তাঁর হাতেই দেশের নেতৃত্বের ব্যাটন। 

[আরও পড়ুন: সাহস জোগাতে তান্ত্রিকের নির্দেশে গাঁজা খেয়ে খুন! তিলজলায় শিশুবলির ঘটনায় চাঞ্চল্যকর তথ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement