Advertisement
Advertisement
আইসিসি ব়্যাঙ্কিং

আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে উন্নতি কোহলি-ধাওয়ানের, ভারতীয়দের মধ্যে শীর্ষে রোহিত

কোথায় দাঁড়িয়ে বুমরাহ?

Rohit Sharma moved up a place to world number eight
Published by: Subhajit Mandal
  • Posted:September 25, 2019 5:33 pm
  • Updated:September 25, 2019 5:34 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০তে অনবদ্য পারফরম্যান্সের সুফল পেলেন বিরাট কোহলি। আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে উন্নতি হল ভারত অধিনায়কের। একই সঙ্গে তিন ধাপ উপরে উঠলেন শিখর ধাওয়ানও। তবে, ভারতীয়দের মধ্যে এখনও শীর্ষে আছেন রোহিত শর্মা। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে তিনি অষ্টম স্থানে। এদিকে, রোহিতের পরই ভারতীয়দের মধ্যে দ্বিতীয় স্থানে লোকেশ রাহুল।

[আরও পড়ুন: প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড ভারতীয় মহিলা অলরাউন্ডারের ]


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০তে ৭২ রানের ইনিংস খেলেন বিরাট। যার ফলে, তাঁর রেটিং পয়েন্ট বেশ খানিকটা বেড়েছে। আপাতত তিনি রয়েছেন একাদশ স্থানে। তাঁর রেটিং পয়েন্ট ৬৫৯। অন্যদিকে, শিখর ধাওয়ান প্রোটিয়াদের বিরুদ্ধে দুটি ম্যাচেই ভাল খেলেছেন। যার ফলে তিনধাপ উন্নতি হয়েছে তাঁর। আপাতত ১৩ তম স্থানে টিম ইন্ডিয়ার ‘গব্বর’। তাঁর রেটিং পয়েন্ট ৬৩৯। দক্ষিণ আফ্রিকা সিরিজে খুব একটা ভাল না খেললেও ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন রোহিত শর্মা। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে যুগ্মভাগে অষ্টম স্থানে রয়েছেন রোহিত শর্মা। তাঁর সংগ্রহ ৬৬৪ রেটিং পয়েন্ট। একই জায়গায় দাঁড়িয়ে ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। টি-টোয়েন্টিতে প্রথম দশে রয়েছেন আরেক ভারতীয়। তিনি লোকেশ রাহুল। ৬৬২ রেটিং পয়েন্ট নিয়ে দশম স্থানে রয়েছেন তিনি। এদিকে, টি-টোয়েন্টিতে এই মুহূর্তে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের কলিন মুনরো। তবে, সবাইকে চমকে দিয়ে তালিকায় পঞ্চম স্থানে আছেন আফগানিস্তানের হজরতউল্লাহ।

Advertisement

[আরও পড়ুন: টেস্ট সিরিজের আগে ধাক্কা ভারতের, চোটের জন্য ছিটকে গেলেন বুমরাহ]

অন্যদিকে, আইসিসি টি-২০ ব়্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় প্রথম দশে নেই কোনও ভারতীয়। টিম ইন্ডিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ব়্যাঙ্ক কুলদীপ যাদবের। তিনি রয়েছেন ১৪ তম স্থানে। ভুবনেশ্বর কুমার ২৩ তম এবং জশপ্রীত বুমরাহ আছেন ৩১ তম স্থানে। ক্রুণাল পাণ্ডিয়া আছেন ২৭ তম স্থানে। অলরাউন্ডারদের তালিকাতেও প্রথম দশের ধারেকাছে নেই কোনও ভারতীয় তারকা। দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে হার্দিক পাণ্ডিয়ার অনুপস্থিতিই তার কারণ বলে মনে করছে ক্রিকেট মহল।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement