Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন? রোহিত-শামির চোট নিয়ে মুখ খুললেন শ্রেয়স

রবিবার জয়ের মাঝেও চিন্তা বেড়ে গিয়েছিল শামি-রোহিতকে নিয়ে।

Rohit Sharma, Mohammed Shami injuries: Shreyas Iyer provides crucial updates
Published by: Subhajit Mandal
  • Posted:February 24, 2025 4:33 pm
  • Updated:February 24, 2025 4:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয়েও ভারতের জন্য অস্বস্তির কাঁটা হয়ে দাঁড়িয়েছিল দুই তারকার চোট। একজন খোদ অধিনায়ক রোহিত শর্মা, অপরজন পেস বিভাগের মূল ভরসা মহম্মদ শামি। দুজনকেই পাক ম্যাচে বেশ কিছুক্ষণ মাঠের বাইরে থাকতে হয়েছিল। প্রশ্ন হল, কতটা গুরুতর তাঁদের চোট? পরের ম্যাচে সুস্থভাবে মাঠে নামবেন তো দুই তারকা? ম্যাচ শেষে দুই মহাতারকার ফিটনেস নিয়ে মুখ খুললেন শ্রেয়স আইয়ার।

ভারতীয় দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা শ্রেয়স বলছেন, “ওদের সঙ্গে আমার কথা হয়েছে। দেখে মনে হয়নি কোনও সমস্যা হচ্ছে। যত দূর জানি, ওদের চোট এমন কিছু গুরুতর নয়। পরের ম্যাচে খেলা নিয়ে কোনও সমস্যা নেই।” শ্রেয়সের মুখে আশ্বাসবাণী কিছুটা স্বস্তি দেবে ভারতীয় ক্রিকেটভক্তদের।

Advertisement

আসলে রবিবার জয়ের মাঝেও চিন্তা বেড়ে গিয়েছিল শামি-রোহিতকে নিয়ে। ফিল্ডিংয়ের সময় চোট পেয়েছিলেন। বেশ কিছুটা সময় মাঠের বাইরেও থাকতে হয়েছিল। ফিল্ডিং করার সময় বোঝাই যাচ্ছিল, হিটম্যানের বেশ অসুবিধা হচ্ছে। শামিকে নিয়েও চিন্তা ছিল। নিজের বোলিং স্পেলের দ্বিতীয় ওভারে বল করার সময় হঠাৎই পায়ে ব্যথা অনুভব করেন তিনি। মাঠে এসে ফিজিও প্রাথমিকভাবে চিকিৎসা করেন। কোনওমতে ওভার শেষ করেই মাঠের বাইরে বেরিয়ে যেতে হয় শামিকে। বেশ কিছুক্ষণ বাইরে থাকতে হয় তাঁকে। চিকিৎসা করানোর পরে মাঠে ফিরে অবশ্য বোলিং করেন শামি।

দুই তারকার চোট নিয়ে চিন্তার মাঝে অবশ্য খানিকটা আশ্বস্ত করে গিয়েছিলেন ভারত অধিনায়ক নিজেও। রোহিত ম্যাচ শেষে বলে গিয়েছেন, চিন্তার কোনও ব্যাপার নেই। পরে শ্রেয়সও একই কথা জানালেন। সব ঠিক থাকলে রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে অসুবিধা হওয়ার কথা নয় দুজনের কারও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement