Advertisement
Advertisement
Rohit Sharma

WTC Final: শামির বলে কি রিভিউ নিলেন রোহিত? অধিনায়কের অঙ্গভঙ্গিতে বিভ্রান্ত সতীর্থরা

দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ভারত।

Rohit Sharma made confusing action to take DRS, team mates got confused | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:June 8, 2023 6:00 pm
  • Updated:June 8, 2023 6:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (World Test Championship)। সবার সেরা টেস্ট দলের শিরোপা জিততে মরিয়া লড়াই ভারত- অস্ট্রেলিয়ার। টানটান উত্তেজক ম্যাচের মধ্যেই মজার কাণ্ড ঘটালেন রোহিত শর্মা (Rohit Sharma)। অধিনায়কের দুষ্টুমি দেখে হেসে কুটোপাটি খেলেন দলের বাকিরাও। প্রসঙ্গত, প্রথম দিনের ব্যর্থতা খানিকটা কাটিয়ে উঠেছে ভারত। টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ফর্মে থাকা স্টিভ স্মিথ ও ট্র্যাভিস হেডকে ফিরিয়ে দেন ভারতীয় বোলাররা (India Cricket Team) ।

ওভাল টেস্টের প্রথম সেশনে বেশ ভাল বোলিং করেন মহম্মদ শামিরা। পরপর উইকেট তুলে নেন ভারতীয় বোলাররা। তাড়াতাড়ি অলআউট করতে হবে অস্ট্রেলিয়াকে, সেই লক্ষ্যেই এগোচ্ছে ভারত। এমন চাপের সময়েই সকলকে হাসিয়ে দিলেন রোহিত। তাঁর আচরণে বেশ সংশয়ে পড়ে যান ক্রিকেটপ্রেমীরাও।

Advertisement

[আরও পড়ুন: ওষুধ খাওয়ার সময় ও নিয়ম লিখতে হবে খামেই, নয়া নিয়ম সরকারি হাসপাতালেও]

ঘটনার সূত্রপাত ৯৭ ওভারে। মহম্মদ শামি বল করতে আসেন। তাঁর সামনে ব্যাটিং করছিলেন অজি উইকেটকিপার অ্যালেক্স কেরি। একটি বল আছড়ে পড়ে কেরির প্যাডে। জোরাল অ্যাপিল করলেও তা নাকচ করে দেন আম্পায়ার। ঠিক পরের বলেই আবারও একই ঘটনা। এবারেও মাথা নেড়ে না বলেন আম্পায়ার।

তবে অ্যাপিল করলেও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সেরকম উৎসাহ ছিল না। কারণ বল লেগস্টাম্প পেরিয়ে যাবে বলেই মনে হচ্ছিল। কিন্তু সবাইকে চমকে দিয়ে রিভিউ নেওয়ার মতো অঙ্গভঙ্গি করতে থাকেন রোহিত। সবার মনেই প্রশ্ন, এমন ভুল সময়ে কেন রিভিউ নিতে চাইছেন হিটম্যান? তবে শেষ পর্যন্ত হেসে ওঠেন রোহিত। এমন রসিকতা দেখে হেসে ফেলেন মাঠে থাকা সকলেই।

[আরও পড়ুন: মোটা বেতন, বোনাস থেকে ক্লাবের শেয়ার! বেকহ্যামের ক্লাবে কী কী পাবেন মেসি?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement