ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে তিনি বেশ শান্ত মেজাজের। সকলের সঙ্গেই একগাল হেসে কথা বলে থাকেন। কিন্তু মেয়েকে ‘বিরক্ত’ করতেই রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলেন রোহিত শর্মা! পাপারাজ্জিদের উপর ক্ষোভ উগরে দিলেন ভারত অধিনায়ক। যে ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল। ব্যাপারটা কী?
কেন এত রেগে গেলেন হিটম্যান? আসলে সোশাল মিডিয়ায় যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে, সেখানে দেখা যাচ্ছে মেয়ে সামাইরার হাত ধরে পার্কিং এরিয়াতে হাঁটছেন রোহিত। বাবা-মেয়েকে একফ্রেমে পাওয়ার লোভ সামলাতে পারেননি পাপারাজ্জিরাও। রোহিত ও সামাইরার দিকেই তাক করা ছিল সব ক্যামেরা। আর এতেই বিরক্ত হন তিনি। রীতিমতো রেগে গিয়ে মেয়েকে নিজের পিছনে লুকিয়ে চিত্রগ্রাহকদের প্রতি ক্ষোভপ্রকাশ করেন। কেন তাঁরা সামাইরার ছবি পেতে এমন হইহুল্লোড় করছেন, তা জানতে চান। হাত দেখিয়ে তাঁদের থামিয়ে দিয়ে চটপট সামাইরাকে গাড়িতে তুলে দেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অধিনায়ক।
View this post on Instagram
তবে রোহিতের সেই রাগ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি। মেয়েকে গাড়িতে তোলার পর আবার নিজেই ক্যামেরার সামনে এসে হাসিমুখে পোজ দেন। অনেকেই ভিডিও দেখে বলছেন, ক্রিকেটার রোহিত চিত্রগ্রাহকদের সঙ্গে যেমনটা বন্ধুসুলভ, ঠিক ততটাই আদর্শ বাবা। যিনি মেয়ের সুরক্ষার কথাই আগে ভাবেন।
এমনিতে ছবি কিংবা ভিডিও পোস্ট করে মেয়ের নানা কর্মকাণ্ডের খবর নিজেই দেন রোহিত। এমনকী চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্ত্রী ঋতিকার কোলে দেখা গিয়েছিল খুদে আহানকে। তবে পার্কিং এরিয়াতে সামাইরার আশপাশে এত ভিড় পছন্দ হয়নি বাবা রোহিতের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.