Advertisement
Advertisement
BCCI

দেশের মাটিতে শেষ টেস্ট রোহিতের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে চুনকামের পরেই তুঙ্গে জল্পনা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের চলতি মরশুমের পরে আর রোহিতকে সাদা জার্সিতে দেখা যাবে না, খবর সূত্রের।

Rohit Sharma likely retire from test, BCCI to drop 4 others
Published by: Anwesha Adhikary
  • Posted:November 3, 2024 8:41 pm
  • Updated:November 4, 2024 10:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের মাটিতে কি শেষ টেস্ট খেলে ফেললেন রোহিত শর্মা? ৬-৭ মাস পরে কি আর সাদা জার্সিতে দেখা যাবে না হিটম্যানকে? নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩-০ হারের পর থেকেই এমন খবর ছড়াচ্ছে ক্রিকেটমহলে। সূত্রের খবর, টেস্টকে বিদায় জানানোর কথা ভাবছেন ভারত অধিনায়ক। ঘরের মাঠ মুম্বইতে নিজের কেরিয়ারের শেষ টেস্ট খেলে ফেলেছেন রোহিত, একথা বলাই বাহুল্য।

শোনা যাচ্ছে, টেস্ট কেরিয়ারকে আর দীর্ঘায়িত করতে চাইছেন না ভার‍ত অধিনায়ক। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নের চলতি মরশুমের পরে আর তাঁকে সাদা জার্সিতে দেখা আবে না। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচে সম্ভবত খেলবেন না হিটম্যান। তার পরে আর চারটি টেস্ট থাকছে রোহিতের হাতে। সূত্রের খবর, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে ভারত যদি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলে লর্ডসে খেলে টেস্টকে বিদায় জানানোর সুযোগ থাকবে রোহিতের কাছে।

Advertisement

নিউজিল্যান্ডের কাছে ৩-০ হারের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার অঙ্কটা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে ভারতের পক্ষে। ৪-০ জিততে পারলে তবেই সরাসরি ফাইনাল খেলার ছাড়পত্র পাবে মেন ইন ব্লু। তা না হলে তাকিয়ে থাকতে হবে অন্যান্য দলগুলোর ফলাফলের দিকে। ভারত যদি একান্তই ফাইনাল খেলতে না পারে তাহলে হয়তো অজিভূমেই শেষ হয়ে যাবে রোহিতের টেস্ট কেরিয়ার।

অন্যদিকে বিসিসিআই সূত্রে খবর, বর্ডার-গাভাসকর ট্রফি জিতে ভার‍ত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে না পারে তাহলে বোর্ডের তরফে কঠোর পদক্ষেপ করা হতে পারে। প্রাথমিকভাবে বোর্ডের নিশানায় রয়েছেন চার সিনিয়র ক্রিকেটার। রোহিত ছাড়াও বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনকে টেস্ট থেকে ছেঁট ফেলা হতে পারে। আগামী বছর ইংল্যান্ডের মাটিতে পাঁচ টেস্টের সিরিজে হয়তো এই চার তারকাকে আর একসঙ্গে খেলতে দেখা যাবে না, দাবি নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই সূত্রের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement