ট্রফি হাতে সূর্যকুমার ও রোহিত। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সূর্যকুমার যাদবের সেই অবিশ্বাস্য ক্যাচের কথা নিশ্চয়ই কোনওদিন ভুলতে পারবেন না দেশের ক্রিকেটপ্রেমীরা। বলা যায়, ওই ক্যাচেই ম্যাচ পকেটে পুরেছে টিম ইন্ডিয়া। কিন্তু ওই ক্যাচ না ধরতে পারলে কী হত? ভারতের বিশ্বকাপ জয় হত কিনা, সেই প্রশ্নও উঠে যেতে পারে। তার সঙ্গে হয়তো সূর্যকুমারের কেরিয়ারও কি প্রশ্নের মুখে পড়ে যেত?
বিশ্বজয় করে দেশে ফিরে আসার পর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন রোহিতরা। রাতে মুম্বইয়ের ওয়াংখেড়েতে রাজকীয় সংবর্ধনা পেয়েছে টিম ইন্ডিয়া। এখনও উদযাপনের পালা ফুরোয়নি। এবার মহারাষ্ট্র সরকারও সংবর্ধনা দিলেন রোহিত-সূর্যদের। আর সেই মঞ্চেই চেনা মেজাজে সূর্যকুমারকে নিয়ে মজার ‘হুমকি’ দিলেন রোহিত।
মহারাষ্ট্রের বিধানভবনে ভারতের অধিনায়ক ঢুকতেই উন্মাদনা অন্য পর্যায়ে পৌঁছোয়। মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে, উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ও অজিত পওয়ারের উপস্থিতিতে সম্বর্ধনা দেওয়া হয় মুম্বইয়ের বিশ্বজয়ী ক্রিকেটারদের। আর সেখানেই রোহিত বলেন, “সূর্য ক্যাচ ধরার পর আমাকে বলেছিল, বলটা নাকি ওর হাতে জমে গিয়েছে। ভাগ্যিস! যদি ও ক্যাচটা না ধরত, তাহলে ওকে আমি বাদই দিয়ে দিতাম।” সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলেই। তাতে সামিল হন স্কাইও।
যদিও আরও একটা কারণে এদিন আলোচনায় রইলেন সূর্য। সেটা অবশ্য মুম্বইয়ের মেরিন ড্রাইভের জনসমুদ্রকে কেন্দ্র করে। সোশাল মিডিয়ায় সেখানকার ছবি পোস্ট করে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা লেখেন, “এখন আর একে মুম্বই রানির নেকলেস বলা যাবে না। মেরিন ড্রাইভ এখন মুম্বইয়ের জাদু কি ঝাপ্পি।” সেই পোস্টে শেয়ার করে সূর্য বলেন, ‘কী অসাধারণ কথা বললেন স্যর’। ‘জাদু কি ঝাপ্পি’ যে ‘মুন্নাভাই এমবিবিএস’ সিনেমার সকলকে আপন করে নেওয়ার সেই বিখ্যাত ডায়লগ, সেটা আর নতুন করে বলার কিছু নেই। এদিকে ভিড় সামলানোর জন্য মুম্বই পুলিশকে ধন্যবাদ জানান বিরাট কোহলি আর রবীন্দ্র জাদেজা।
#WATCH | Mumbai | Team India captain Rohit Sharma speaks in Maharashtra Vidhan Bhavan as Indian men’s cricket team members are being felicitated by CM Eknath Shinde and Deputy CM Devendra Fadnavis
(Source: Maharashtra Assembly) pic.twitter.com/I51K2KqgDV
— ANI (@ANI) July 5, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.