Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

রোহিতের ‘ঘর ওয়াপসি’, ফর্মের দুর্দশা কাটাতে ওয়াংখেড়েতে শুরু রনজির প্রস্তুতি, বিরাট কবে?

মুম্বইয়ের পরের ম্যাচ জম্মু ও কাশ্মীরের সঙ্গে। সেখানে খেলবেন হিটম্যান?

Rohit Sharma joins Mumbai squad for practice session at Wankhede ahead of Ranji Trophy match

মুম্বইয়ের অনুশীলনে রোহিত শর্মা। ছবি: সোশাল মিডিয়া।

Published by: Arpan Das
  • Posted:January 14, 2025 1:49 pm
  • Updated:January 14, 2025 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ের রনজি দলের সঙ্গে অনুশীলন শুরু করলেন রোহিত শর্মা। বলা যায়, ‘ঘরে’ ফিরলেন হিটম্যান। প্রায় ৯ বছর পর রনজি ট্রফি খেলার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন তিনি। সাম্প্রতিক সময়ে ফর্মের দুর্দশা কাটাতে ওয়াংখেড়েতে নেমে পড়লেন রোহিত।

সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে তিনটি টেস্ট ম্যাচে মাত্র ৩১ রান করেছিলেন রোহিত। সিডনিতে সিরিজের শেষ টেস্ট ম্যাচেও তিনি খেলেননি। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর অস্ট্রেলিয়ায় বিপর্যয়ের পর দলের সিনিয়র ক্রিকেটারদের উদ্দেশ্যে বলেছিলেন, নিয়মিত ঘরোয়া ক্রিকেট খেলতে।

Advertisement

রনজি ট্রফিতে মুম্বইয়ের পরের ম্যাচ জম্মু ও কাশ্মীরের সঙ্গে। রোহিত সেই ম্যাচ খেলবেন কিনা এখনও নিশ্চিত নয়। হেড কোচ ওঙ্কার সালাভির মতে পরের দুটি ম্যাচের মধ্যে অন্তত একটি ম্যাচ তিনি খেলবেন। চলতি সপ্তাহেই মুম্বইয়ের দুটি ম্যাচের দল ঘোষণা করা হতে পারে। তবে প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চান না হিটম্যান। মঙ্গলবার সকালে মুম্বই অধিনায়ক অজিঙ্ক রাহানে-সহ গোটা দলের সঙ্গে প্রায় দুঘণ্টা অনুশীলন করেন ভারত অধিনায়ক।

২৩ জানুয়ারি মুম্বইয়ের ম্যাচ। তারপরের ম্যাচ ৩০ জানুয়ারি মেঘালয়ের বিরুদ্ধে। অন্যদিকে ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ৬ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু। সেখানে অবশ্য ‘বিশ্রাম’ নিতে পারেন তিনি। ফলে রনজিতে রোহিত কোন ম্যাচ খেলবেন, সেটা তাঁর উপরই ছাড়ছে এমসিএ। রোহিতের ‘ঘরওয়াপসি’ দেখে নেটদুনিয়ায় প্রশ্ন, বিরাট কোহলি কবে ঘরোয়া ক্রিকেটে কামব্যাক করবেন? 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement