সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-২০ বিশ্বকাপ জয়ের ৫৩ দিন পর ট্রফি নিয়ে মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বিসিসিআই সচিব জয় শাহ। ভারতীয় ক্রিকেটের দুই স্তম্ভ এদিন একসঙ্গে ট্রফি নিয়ে পুজো দেন। সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল।
বুধবার সন্ধের পর সিদ্ধিবিনায়ক মন্দিরে যান রোহিত ও জয় শাহ। সঙ্গে ছিল টি-২০ বিশ্বকাপের ট্রফি। বিশ্বকাপের ট্রফিটি রাখা হয় মূর্তির সামনে। ভারতীয় ক্রিকেটের সাফল্যের জন্য প্রার্থনা করেন জয় শাহ ও রোহিত। পুজো দেন ভারত অধিনায়ক এবং বোর্ড সচিব। পরে গোলাপি রংয়ের উত্তরীয় গলায় ছবি তুলতে দেখা যায় তাঁদের। সেই ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
গত ২৯ জুন দ্বিতীয় বার ২০ ওভারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয় ভারত। ১৩ বছর পর ফের বিশ্বজয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। আর টি-২০ বিশ্বকাপ জয় হয় ১৭ বছর বাদে। ২৯ জুন ফাইনালে ভারত দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর থেকেই দেশে বিজয়োৎসব শুরু হয়ে যায়। ক্রিকেটাররা দেশে ফেরার পর সেই উৎসাহ, উদ্দীপনা আরও বাড়ে। দেশে ফিরেই মুম্বইয়ে হুড খোলা বাসে করে বিজয়োৎসব করেন রোহিতরা। তাতে ভিড় ছিল চোখে পড়ার মতো। বুধবার সিদ্ধিবিনায়ক মন্দিরে ট্রফি দর্শনে সেই সেলিব্রেশনের বৃত্ত সম্পূর্ণ হল।
তবে আপাতত রোহিতদের নজর ভারতীয় দলের হয়ে ওয়ান ডে এবং টেস্ট ক্রিকেটে আরও সাফল্য করায়ত্ত করা। সামনে কয়েকটি কঠিন সফর রয়েছে। খুবই চ্যালেঞ্জিং। সেই সফরের আগে এদিন ভারতীয় দলের শুভকামনা করে এলেন জয় শাহ এবং রোহিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.