ছবি: মুম্বই ইন্ডিয়ান্স
স্টাফ রিপোর্টার: ভারতীয় ক্রিকেটে ক্যাপ্টেন রোহিত শর্মার সাফল্য বিশাল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। দেশের মাঠে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। ক্রিকেট জীবনে প্রচুর স্মরণীয় মুহূর্তে রয়েছে। এবার নিজের ঘরের মাঠে তাঁর নামে স্ট্যান্ড হয়ে গেল।
সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর, বিজয় মার্চেন্টের পাশাপাশি রোহিতের নামেও স্ট্যান্ড ওয়াংখেড়েতে। যা নিয়ে নিজেও বেশ আবেগতাড়িত ভারত অধিনায়ক। বলে দিচ্ছেন, এরকম কিছু হবে তিনি স্বপ্নেও ভাবতে পারেননি। রোহিত বলেন, “এটা আমার কাছে দারুণ সম্মানের। একবারে অন্যরকম অনুভূতি। এরকম সম্মান দেওয়ার জন্য কৃতজ্ঞ আমি। যখন কেউ খেলা শুরু করে, তখন কেউ জানে না যে কতদিন খেলতে পারবে। রেকর্ড, মাইলস্টোন সবকিছুই খেলতে খেলতে হয়ে যায়। স্টেডিয়ামের স্ট্যান্ডে নিজের নাম থাকছে, সেটা সত্যি কখনও ভাবতে পারেননি। ভাবতে পারিনি যে একদিন এরকম কিছুও ঘটবে। মাঠে ঢুকে নিজের নামের স্ট্যান্ড দেখা প্রচণ্ড আবেগের মুহূর্ত আমার কাছে।”
ছোটবেলার সেই দিনগুলোর কথা মনে যাচ্ছিল রোহিতের। আজাদ ময়দানে অনূর্ধ্ব ১৪, ১৬ রাজ্য টিমের ট্রায়াল চলত। তারপর রনজি ক্রিকেটারদের দেখার জন্য তিনি ওয়াংখেড়ে চলে আসতেন। ওয়াংখেড়েতে প্রবেশ নিয়ে বেশ কড়াকড়ি রয়েছে। তখনও ব্যাপারটা একইরকম ছিল। ফলে রোহিতকে বাইরেও দাঁড়িয়ে থাকতে হত দীর্ঘক্ষণ। আজ সেই ওয়াংখেড়েই রোহিতের নামে স্ট্যান্ড। পুরোটা হয়তো এখনও রূপকথার মতো মনে হচ্ছে ভারত অধিনায়কের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.