Advertisement
Advertisement
Rinku Singh

টি-২০ বিশ্বকাপের প্রথম একাদশে রিঙ্কুর জায়গা পাকা? ইঙ্গিত দিলেন রোহিত

রিঙ্কু-রোহিত জুটিতেই আফগান ম্যাচে জিতেছিল ভারত।

Rohit Sharma heaps praise on Rinku Singh | Sangbad Pratidin

নিজস্ব চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:January 18, 2024 2:14 pm
  • Updated:January 18, 2024 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিঙ্কু সিংকে (Rinku Singh) রাখা হোক টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে। আন্তর্জাতিক ক্রিকেটে তারকা ব্যাটারের দুরন্ত পারফরম্যান্সের পরে একাধিকবার এই দাবি তুলেছেন বিশেষজ্ঞ থেকে আমজনতা। এবার সেই দাবিতে কার্যত শিলমোহর দিয়ে দিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। আফগানিস্তান ম্যাচের পরে ভারত অধিনায়ক সাফ জানালেন, দলের লোয়ার অর্ডারে রিঙ্কুর মতো ব্যাটার অবশ্যই প্রয়োজন।

আফগানিস্তানের (India vs Afghanistan) বিরুদ্ধে ম্যাচের শুরুতে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় ভারত। মাত্র ২২ রানের মধ্যে চার উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল মেন ইন ব্লু। সেখান থেকে রিঙ্কু সিংয়ের জুটি বেঁধে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু ভারত অধিনায়কের। রোহিতের সঙ্গে ১৯০ রানের পার্টনারশিপ গড়ে নজির গড়েন রিঙ্কুও। হাফ সেঞ্চুরিও হাঁকান কেকেআর তারকা। এই পার্টনারশিপে ভর করেই শেষ পর্যন্ত ২১২ রানে গিয়ে থামে ভারত। শেষ পর্যন্ত দুটি সুপার ওভার খেলে ম্যাচ জেতে রোহিত ব্রিগেড।

Advertisement

[আরও পড়ুন: এশিয়ান কাপে উজবেকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত, নতুন ইতিহাস লিখতে চান সুনীলরা]

ম্যাচের শেষে সাক্ষাৎকার দিতে গিয়ে রোহিত বলেন, “রিঙ্কুর সঙ্গে ওই সময়ে পার্টনারশিপ গড়াটা খুবই প্রয়োজন ছিল। চাপের মধ্যেও যেন আগ্রাসী মেজাজে ব্যাটিং চালিয়ে যেতে পারি, সেটা নিয়েও কথা বলছিলাম। ক্রিজে টিকে থাকার পাশাপাশি মারমুখী ব্যাটিং চালিয়ে যেতে চেয়েছিলাম।”

তার পরেই রিঙ্কুর ব্যাপক প্রশংসা করে ভার‍ত অধিনায়ক বলেন, “গত দুই সিরিজে রিঙ্কু দেখিয়ে দিয়েছে ও ব্যাট হাতে ও কী করতে পারে। ঠান্ডা মাথায় ব্যাট করতে পারে, দলের প্রয়োজন অনুযায়ী খেলতে পারে। আগামী দিনে এরকম একজনকে প্রয়োজন ভারতীয় দলের। আইপিএল হোক বা জাতীয় দল, লোয়ার অর্ডারে বারবার জ্বলে উঠেছে রিঙ্কু।” ভারত অধিনায়কের এই মন্তব্যেই জল্পনা, তাহলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম একাদশে নিজের জায়গা পাকা করে ফেলেছেন কেকেআর তারকা?

[আরও পড়ুন: ‘রিটায়ার্ড আউটে’র পরও আফগানদের বিরুদ্ধে দ্বিতীয় সুপার ওভারে ব্যাটিং রোহিতের, নিয়ম ভাঙল ভারত?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement