Advertisement
Advertisement
Rohit Sharma

ওহে ডাকেট, পন্থের খেলা দেখেছিলে! বাজবল বিতর্কে ডাকেটকে পালটা ‘বাউন্সার’ রোহিতের

বাজবল ক্রিকেট সম্পর্কে কী বললেন ভারত অধিনায়ক?

Rohit Sharma has taken a hilarious dig at Ben Duckett ahead of Dharamsala Test

রোহিত শর্মা ও ঋষভ পন্থ। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:March 6, 2024 4:05 pm
  • Updated:March 6, 2024 4:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশস্বী জয়সওয়ালকে কটাক্ষ করেছিলেন ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট (Ben Duckett)। ইংরেজদের ‘বাজবল’ ক্রিকেট দেখে অনুপ্রাণিত হয়েছেন যশস্বী। ইংল্যান্ড ওপেনারের এহেন মন্তব্য নিয়ে প্রবল আলোড়ন তৈরি হয়েছিল ক্রিকেটমহলে।

এবার ডাকেটকে পালটা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। পঞ্চম টেস্ট ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ‘হিটম্যান’কে বলতে শোনা গিয়েছে, ”আমাদের দলে অনেকদিন আগে ঋষভ পন্থ বলে একজন খেলত। বেন ডাকেট হয়তো ওকে খেলতে দেখেনি।”

Advertisement

[আরও পড়ুন: দ্রুততম ডেলিভারি করে নজির প্রোটিয়া বোলারের, মহিলাদের ক্রিকেটে নতুন ইতিহাস]

ডাকেটের সেই বক্তব্যের পরে ক্রিকেটবিশ্বে ব্যাপক জলঘোলা হয়। ক্রিস গেইল আসরে নেমে পড়েন। বেন ডাকেটকে স্মরণ করিয়ে দিয়ে ‘ক্যারিবিয়ান দৈত্য’ বলেছিলেন, ”দীর্ঘদিন ধরেই আক্রমণাত্মক ক্রিকেট খেলা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেট মঞ্চে ক্রিস গেইলের আবির্ভাবের আগে থেকেই এভাবে খেলা হচ্ছে। ভিভ রিচার্ডস আমাদের পথ দেখিয়েছিলেন। পরে ব্রায়ান লারার মতো ক্রিকেটার সব ফরম্যাটেই আক্রমণাত্মক ক্রিকেট তুলে ধরে।”
ইংল্যান্ডের বাজবল ক্রিকেট সম্পর্কে প্রশ্ন ধেয়ে আসে রোহিত শর্মার দিকে। জবাবে ভারত অধিনায়ক বলেন, ”বাজবলের অর্থ কী আমার জানা নেই। দারুণ সুইং করাচ্ছে এমন কিছু আমি দেখিনি। গতবারের থেকে এবার ভালো মানের ক্রিকেট তুলে ধরছে ইংল্যান্ড। কিন্তু এখনও বাজবল ক্রিকেটের অর্থ আমার জানা নেই।”
যে বাজবল ক্রিকেট ইংল্যান্ডের অহংকার, যে বাজবল ক্রিকেট নিয়ে ক্রিকেটবিশ্বে জোর আলোচনা, সেই আগ্রাসী ক্রিকেটকেই কটাক্ষ করলেন রোহিত শর্মা। 

[আরও পড়ুন: ছেলে পাঁচশো উইকেট পেতেই লুটিয়ে পড়েন মা, অশ্বিনের রাজকোট টেস্ট ছাড়ার কারণ জানালেন স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement