Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

পাসপোর্ট ভুলেই বিমানবন্দরের পথে রোহিত! অধিনায়কের কাণ্ডে হাসির রোল, দেখুন ভিডিও

ভুলো মনের জন্য বেশ 'বিখ্যাত' ভারত অধিনায়ক।

Rohit Sharma forgot passport in Sri Lanka hotel, video of staff returning it goes viral | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:September 18, 2023 10:59 am
  • Updated:September 18, 2023 11:01 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মা (Rohit Sharma)। ভারতীয় দলের অধিনায়ক। তবে ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি আলোচনা হয় হিটম্যানের ভুলো মন নিয়েও। ক্রিকেট মাঠ হোক টিম হোটেল-একাধিকবার তাঁর ভুলে যাওয়ার ঘটনা দেখেছেন ক্রিকেটপ্রেমীরা। রবিবার এশিয়া কাপ জয়ের পর আবারও সেরকম দৃশ্যই দেখা গেল। শ্রীলঙ্কা (Sri Lanka) থেকে ভারতে ফেরার পথে পাসপোর্টটি হোটেলের ঘরেই ফেলে রেখে বেরিয়ে পড়েন ভারত অধিনায়ক। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় রোহিতের এই কাণ্ডের ভিডিও।

রবিবার একপেশে ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জেতে ভারত। বিকেলের মধ্যে ম্যাচ শেষ হয়ে যাওয়ার কারণে রবিবারই ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেয় ভারতীয় দল। সেই মতোই রবিবার সন্ধ্যায় ভারতের বিমান ধরার জন্য তৈরি হন বিরাট কোহলিরা। দলের সকলেই নির্দিষ্ট সময়ে টিম বাসে উঠে পড়েন। তাঁদের সঙ্গে ছিলেন অধিনায়ক রোহিত শর্মাও। 

Advertisement

[আরও পড়ুন: সিরাজকে একটা SUV উপহার দিন, আনন্দ মাহিন্দ্রার কাছে আবদার ভক্তর, ভাইরাল শিল্পপতির উত্তর]

কিন্তু সকলে উঠে পড়লেও হোটেল থেকে বাস ছাড়তে দেরি হয়। কেন? কারণ একেবারে শেষ মুহূর্তে রোহিতের পাসপোর্ট নিয়ে এগিয়ে আসেন এক কর্মী। সম্ভবত হোটেলের ঘরেই পাসপোর্ট ভুলে বেরিয়ে পড়েছিলেন রোহিত। সতীর্থদের সামনেই তাঁর হাতে পাসপোর্ট ধরিয়ে দেন ওই কর্মী। গোটা দৃশ্য দেখে হেসে কুটোপাটি হন ভারতীয় দলের ক্রিকেটার থেকে শুরু করে সাপোর্ট স্টাফরা। অপ্রস্তুত হয়ে পড়ে হাসতে থাকেন রোহিত নিজেও। মজার এই ভিডিও ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়।

[আরও পড়ুন: বড় পরিবর্তন হতে পারে বিশ্বকাপের দলে? এশিয়ার সেরা হয়েই ইঙ্গিত রোহিতের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement