Advertisement
Advertisement
Rohit Sharma

ভিলেন সেই পিচই! কাঁধের চোটে মাঠছাড়া রোহিত, পাকিস্তান ম্যাচে খেলবেন তো ভারত অধিনায়ক?

নাসাও স্টেডিয়ামেই ৯ জুন মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।

Rohit Sharma concerns about nassau stadium pitch and his injury

আয়ারল্যান্ড ম্যাচে রোহিত। ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:June 6, 2024 11:18 am
  • Updated:June 6, 2024 11:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জয় দিয়েই শুরু হল ভারতের বিশ্বকাপ অভিযান। আয়ারল্যান্ডের ৯৭ রান টপকে যেতে কোনও অসুবিধা হয়নি রোহিতদের (Rohit Sharma)। হাফসেঞ্চুরি করে ছন্দে থাকার বার্তা দিয়ে গেলেন অধিনায়ক। কাঁধে চোটের জন্য মাঠ ছাড়লেও রোহিতকে চিন্তায় রাখছে নাসাও স্টেডিয়ামের পিচ।

এদিন হার্দিক-অর্শদীপের বোলিং আক্রমণে ভেঙে পড়ে আয়ারল্যান্ডের ব্যাটিং। মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় তারা। ব্যাটিংয়ে শুরুতে বিরাট কোহলি ব্যর্থ হলেও হিটম্যানের দাপট চলতে থাকে। বাকি কাজ শেষ করেন ঋষভ পন্থ। ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত। যদিও ভক্তদের চিন্তায় রাখবে রোহিতের চোট। নিজের ৫২ রানের মাথায় চোটের জন্য মাঠ ছেড়ে উঠে যান। তবে দলের অধিনায়ক আশ্বস্ত করছেন। বরং তাঁকে ভাবাচ্ছে অন্য সমস্যা।

Advertisement

[আরও পড়ুন: সুনীল সাগরে ভাসছে কলকাতা, শেষ প্রহরে আবেগপ্রবণ ক্যাপ্টেন ছেত্রীও]

ম্যাচের পর রোহিত বলেন, “আমি জানি না এই পিচ থেকে কী আশা করা উচিত। সেই জন্যই প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। দেখতে চেয়েছিলাম পিচের অবস্থা কীরকম?” ৯ জুন পাকিস্তানের সঙ্গে মহারণ। রোহিত-বাবরদের চার-ছক্কার বৃষ্টি দেখার জন্য তাকিয়ে থাকবে বর্ডারের দুপারের ভক্তরাই। কিন্তু এই পিচে কি ভারত-পাকিস্তানের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ হওয়া সম্ভব? মন্থর আউটফিল্ড। পিচের পেস-বাউন্স বোঝা যাচ্ছে না। বল যখন-তখন লাফিয়ে আসছে।

[আরও পড়ুন: ‘ছেত্রীভাইকে বাংলাদেশেও সবাই শ্রদ্ধা করেন, অনেকের কাছেই আইডল’, বলছেন ওপার বাংলার ‘র‍্যামোস’]

তবে পিচের অবস্থা যাই হোক না কেন, চোট নিয়ে চিন্তিত নন রোহিত। এদিন বল হঠাৎ উঠে তাঁর আঘাত করে। প্রথমে চেষ্টা চালিয়েছেন খেলে যাওয়ার। পরে ‘রিটায়ার্ড হার্ট’ নিয়ে নেন। পরে জানান, “কাঁধে সামান্য চোট লেগেছিল। যন্ত্রণাও ছিল। তবে আপাতত ঠিক আছি।” রোহিতের কথাতেই স্পষ্ট পাকিস্তান ম্যাচ খেলতে নামবেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement