Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

প্রস্তুতি ম্যাচে রোহিতকে ধরতে মাঠে ঢুকে পড়লেন ভক্ত! কী করলেন হিটম্যান?

পন্থ-হার্দিকদের ব্যাটিং বিক্রমে খুশি ভারত অধিনায়ক।

Rohit Sharma asks for mercy for pitch intruder to New York security
Published by: Arpan Das
  • Posted:June 2, 2024 2:57 pm
  • Updated:June 2, 2024 2:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে অনায়াসে জয় পেয়েছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। বিশ্বকাপ অভিযানের (T20 World Cup) আগে রোহিত বাহিনীর জয় নিঃসন্দেহে সাবধানবাণী পাঠাবে বিপক্ষ দলগুলিকে। যদিও পন্থ-হার্দিকের দুরন্ত পারফরম্যান্সের সঙ্গে নজর কেড়ে নিয়েছে মাঠে এক দর্শকের অনুপ্রবেশ।

ঠিক কী ঘটেছিল ভারত-বাংলাদেশ ম্যাচে? স্কোরবোর্ডে ১৮২ রান তোলার পর রোহিতরা তখন ফিল্ডিং করছিলেন। সেই সময় মাঠে ঢুকে পড়েন এক ভক্ত। ভারত অধিনায়ক রোহিত শর্মাকে (Rohit Sharma) জড়িয়ে ধরতে গিয়েছিলেন তিনি। কিন্তু কর্তব্যরত পুলিশরা দ্রুত মাটিতে ফেলে দেন সেই অনুপ্রবেশকারীকে। সদ্যসমাপ্ত আইপিএলেও দেখা গিয়েছে বিরাট, রোহিত, ধোনিদের জন্য বারবার মাঠে ঢুকে পড়েছেন ভক্তরা।

Advertisement

[আরও পড়ুন: আইপিএল জয়ের পরই শুরু নতুন ইনিংস, বিয়ে করলেন ভেঙ্কটেশ আইয়ার]

এদিন ওই অনুপ্রবেশকারীকে ধরার পর গ্রেপ্তার করে পুলিশ। সেই সময় পাশে দাঁড়িয়ে ছিলেন রোহিত। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওয় দেখা যায় হিটম্যান পুলিশকে অনুরোধ করছেন যেন ওই ভক্তকে আঘাত না করা হয়। রোহিতের মানবিক আচরণ ক্রিকেট সমর্থকদের মন জিতে নিয়েছে। এই নিয়ে চলতি বছরে তিনবার ভক্তরা মাঠে ঢুকল রোহিত শর্মার জন্য।

বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। তার আগে বাংলাদেশের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচে নামেন রোহিতরা। প্রথমে ব্যাট করে ১৮২ রান তোলেন পন্থরা। হার্দিক পাণ্ডিয়া করেন ৪০ রান। অন্যদিকে তিন নম্বরে ব্যাট হাতে নামেন ঋষভ পন্থ। তাহলে কি ভারতীয় উইকেটকিপারকে তিনেই ব্যাট করতে দেখা যাবে বিশ্বকাপে? রোহিত যদিও সেরকম দাবি করছেন না। তাঁর মতে, “আমরা এখনও ব্যাটিং লাইন-আপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। শুধু চাই মাঝের সারিতে ব্যাট করার প্রচুর লোক থাকুক। তাই পন্থকে একটা সুযোগ দিতে চেয়েছিলাম।” শেষ পর্যন্ত ৬০ রানে হারে বাংলাদেশ। দলের ব্যাটিং প্রদর্শনীতে খুশি হিটম্যান।

[আরও পড়ুন: কার্লসেনের পর কারুয়ানা, দুই শীর্ষ বাছাইকে হারিয়ে দাবা র‍্যাঙ্কিংয়ে প্রথম দশে প্রজ্ঞানন্দ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement