সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টেস্ট সিরিজে দুরন্ত পারফরম্যান্স। কার্যত একার কাঁধে জিতিয়েছিলেন ব্রিসবেন টেস্ট। তারপর ঘরের মাঠে ইংল্যান্ডের (England) বিরুদ্ধেও টেস্ট সিরিজে বিধ্বংসী ফর্মে ছিলেন। আর তার সৌজন্যেই এবার টেস্টের ব়্যাঙ্কিংয়ে অভূতপূর্ব উন্নতি হল ঋষভ পন্থের (Rishav Pant)। এক ধাক্কায় সাত ধাপ উপরে উঠে প্রথম দশেও ঢুকে পড়লেন ভারতের এই উইকেটকিপার।
ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC’র পক্ষ থেকে বুধবারই টেস্টে ব্যাটসম্যানদের নয়া ব়্যাঙ্কিং ঘোষণা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, এক ধাক্কায় সাত ধাপ উপরে উঠে এসেছেন বাঁ-হাতি এই উইকেটকিপার ব্যাটসম্যান। এর ফলে প্রথম দশ ব্যাটসম্যানদের তালিকাতেও ঢুকে পড়লেন পন্থ। ৭৪৭ পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় ৭ নম্বরে রয়েছেন তিনি। তবে ঋষভ একা নন, সপ্তম স্থানে রয়েছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মাও। তিনিও একধাপ উপরে উঠেছেন। আইসিসির প্রকাশিত তালিকা অনুযায়ী হিটম্যানেরও একই পয়েন্ট। এছাড়া ৭৪৭ পয়েন্ট নিয়েই ওই স্থানেই রয়েছেন নিউজিল্যান্ডের হেনরি নিকোলস।
এদিন প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে ভারতীয়দের মধ্যে আর কেবল রয়েছেন বিরাট কোহলি। ৮১৪ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন ভারত অধিনায়ক। তবে ৯১৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান এখনও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনের দখলে। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ (৮৯১) এবং তৃতীয় স্থানে মার্নস লাবুশানে (৮৭৮)। চতুর্থ স্থানে রয়েছেন ইংল্যান্ডের জো রুট (৮৩১)। তবে পূজারা বা রাহানের নাম প্রথম দশে নেই।
Rohit Sharma and Rishabh Pant are both at No.7 in the latest @MRFWorldwide ICC Test Player Rankings for batting 👏
A big boost for Pant, who has achieved his career-best ranking! pic.twitter.com/96Jlu1p9Xp
— ICC (@ICC) March 10, 2021
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.