Advertisement
Advertisement

Breaking News

Rohit Sharma

রোহিত-নবির ঝামেলা সুপার ওভারে, জড়িয়ে পড়লেন কোহলিও, কীভাবে?

রইল সেই বিতর্কের ভিডিও।

Rohit Sharma and Mohammad Nabi engaged into a controversy in the last match of India vs Australia T-20 series । Sangbad Pratidin

নবির সঙ্গে ঝামেলায় জড়ালেন রোহিত। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 18, 2024 3:02 pm
  • Updated:January 18, 2024 3:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিয়মরক্ষার ম্যাচ ছিল। কিন্তু সেই খেলাতেও শেষ মুহূর্ত পর্যন্ত চলল হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের রং বারবার বদলাল। পেন্ডুলামের মতো দুলল ম্যাচ। ব্যাট-বলের লড়াই গড়াল সুপার ওভারে। it 
সুপার ওভার চলাকালীন ঝামেলায় জড়ালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ও আফগানিস্তানের তারকা মহম্মদ নবি (Mohammad Nabi)। মুকেশ কুমারের শেষ বলটা ঠিকঠাক খেলতেই পারেননি আফগান ব্যাটার মহম্মদ নবি। মুকেশের বলে ব্যাট ছোঁয়াতে পারেননি অভিজ্ঞ নবি। মুকেশের বল উইকেট কিপার সঞ্জু স্যামসনের হাতে পৌঁছয়। ততক্ষণে নবি ছুটতে শুরু করে দিয়েছেন অন্য প্রান্তে।

 

Advertisement

[আরও পড়ুন: অভাবকে হারিয়ে স্বপ্নের দৌড় শেষ, অস্ট্রেলীয় ওপেন থেকে বিদায় সুমিত নাগালের]

নবিকে রান আউট করা ছিল সঞ্জুর উদ্দেশ্য। তিনি বলটি ছুড়ে দেন নন স্ট্রাইক এন্ডে। কিন্তু সঞ্জুর ছোড়া বলটি মুকেশের কাছে পৌঁছনোর আগেই নবির পায়ে লেগে সেই বল চলে যায় লং অফের দিকে। সেখানে ফিল্ডিং করছিলেন বিরাট কোহলি। এদিকে নবির পায়ে বল লাগলেও আফগান ব্যাটাররা কিন্তু রান নেওয়া বন্ধ করেননি। তাঁরা দৌড়তে থাকেন। এদিকে বল কোহলির কাছে পৌঁছলে তিনিও অসন্তোষ প্রকাশ করেন। পা তুলে দেখান বল লেগেছিল নবির পায়ে। আফগান ব্যাটারদের এভাবে রান নেওয়া খুশি করতে পারেনি ভারত অধিনায়ককে। বল পায়ে লাগলেও নবি কেন অতিরিক্ত রান নিলেন, এমন প্রশ্ন রোহিত করতে থাকেন আফগান তারকাকে।

 

প্রত্যুত্তরে নবি ভারত অধিনায়ক রোহিত শর্মার অভিযোগ উড়িয়ে দিয়ে জানান, তিনি যা করেছেন তা এরদম বৈধ। এর মধ্যে কোনও ভুল নেই। নবির উত্তরে সন্তুষ্ট না হয়ে রোহিত শর্মা আম্পায়ারের কাছে জোরাল নালিশ করতে থাকেন। আম্পায়াররা রোহিতকে শান্ত করার চেষ্টা করতে থাকেন। কোহলিও খুশি হননি। সুপার ওভারের বিতর্কিত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায়। 

[আরও পড়ুন: এশিয়ান কাপে উজবেকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত, নতুন ইতিহাস লিখতে চান সুনীলরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement