সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ডের সামনে রোহিত শর্মা। আগের ম্যাচেই রোহিতকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হয়েছিলেন বিরাট। রোহিতের কাছে সুযোগ রয়েছে, রবিবার বেঙ্গালুরুতে ফের কোহলিকে টপকে সর্বোচ্চ রানের মালিক হওয়ার। অন্যদিকে, প্রোটিয়াদের বিরুদ্ধে শেষ ম্যাচের আগে নয়া রেকর্ডের মুখে দাঁড়িয়ে আছেন ওপেনিংয়ে রোহিতের সঙ্গী শিখর ধাওয়ানও।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোহিত করেন মাত্র ১২ রান। অন্যদিকে কোহলি করেন ৭২ রান। অর্ধশতরানের ইনিংস দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের বিচারে রোহিতকে টপকে গিয়ে শীর্ষস্থানে চলে আসেন কোহলি। এর আগে রোহিত দীর্ঘদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক ছিলেন। কোহলি তাঁর রেকর্ড ভেঙে দিয়েছেন বুধবার। এবার টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেনের কাছে সুযোগ রয়েছে, ফের নিজের রেকর্ড পুনরূদ্ধার করার। রবিবার মাত্র ৮ রান করলেই বিরাটকে টপকে ফের শীর্ষস্থানে যাবেন টিম ইন্ডিয়ার ‘হিটম্যান’। আপাতত রোহিতের খাতায় রান সংখ্যা ২ হাজার ৪৩৪। এবং বিরাটের খাতায় রানসংখ্যা ২ হাজার ৪৪১। অর্থাৎ, আর ৮ রান করলেই কোহলিকে টপকে ফের সেরা হবেন রোহিত। তবে, এক্ষেত্রে মনে রাখতে হবে তৃতীয় টি-টোয়েন্টিতে কোহলিও ব্যাট করবেন। তাই রোহিত কোহলিকে টপকে গেলেও স্বস্তিতে থাকবেন না।
এদিকে, রোহিতের পাশাপাশি ধাওয়ানও নতুন রেকর্ডের মালিক হতে চলেছেন। ঘরোয়া এবং আন্তর্জাতিক টি-২০ মিলিয়ে ধাওয়ানের মোট রানসংখ্যা ৬ হাজার ৯৯৬। আর ৪ রান করলেই চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ৭ হাজার রানের গণ্ডি পেরবেন ধাওয়ান। তবে, রোহিত ধাওয়ানদের থেকেও রবিবার নজরে থাকবেন ঋষভ পন্থ। জাতীয় দলের জার্সি গায়ে একের পর এক সুযোগ পেলেও তা নষ্ট করছেন পন্থ। তাঁর উইকেট ছুঁড়ে দেওয়ার প্রবণতাকে কটাক্ষ করছেন বিশেষজ্ঞরা। এবার দেখার রবিবার তিনি চমক দেখাতে পারেন কিনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.