সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এতকাল তিনি একাই এক অনন্য রেকর্ডের মালিক ছিলেন। শচীন তেণ্ডুলকরের দীর্ঘদিনের সেই রেকর্ড অবশেষে ভেঙে দিল এক তরুণ। তবে কোনও ভারতীয় নয়, এমন কৃতিত্ব করেছে নেপালের ক্রিকেটার। কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে হাফ-সেঞ্চুরি করল নেপালের রোহিত পোডেল।
মাত্র ১৬ বছর ১৪৬ দিন বয়সে এই অনন্য কৃতিত্বের মালিক হল রোহিত। শনিবার দুবাইয়ে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ চলাকালীন অর্ধ-শতরান হাঁকায় সে। এর আগে ১৬ বছর ২১৩ দিন বয়সে পাকিস্তানের বিরুদ্ধে টেস্টে ৫৯ রান করেছিলেন মাস্টার ব্লাস্টার। এমন কৃতিত্বের নয়া মালিক হয়ে শুধু শচীনকেই যে টপকে গেল রোহিত, এমনটা নয়। প্রাক্তন পাক তারকা শাহিদ আফ্রিদিকেও পিছনে ফেলে দিল এই তরুণ তুর্কি। ১৬ বছর ২১৭ দিন বয়সে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন বুমবুম। রবিবার ১৪৫ রানে আমিরশাহীকে হারায় নেপাল। ৫৮ বলে ৫৫ রানের দুরন্ত ইনিংস খেলে নয়া মাইলফলক ছুঁয়ে ফেলে রোহিত। সতীর্থ সন্দীপ ২৪ রান দিয়ে চারটি উইকেট তুলে নেয়।
২০১৬ অনূর্ধ্ব ১৯ ওয়ানডে থেকেই শিরোনামে উঠে এসেছিল রোহিত। ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফর্ম করেছিল নেপালের এই খুদে তারকা। ক্রিকেট বিশ্বকাপের কোয়ালিফায়ারে পাপুয়া নিউগিনিকে হারিয়ে আন্তর্জাতিক একদিনের ক্রিকেট খেলার যোগ্যতা নিশ্চিত করেছিল নেপাল। সেই ম্যাচেও দলের অন্যতম সদস্য ছিল রোহিত। তবে, কনিষ্ঠতম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অর্ধ-শতরান করার রেকর্ড এখনও রয়েছে দক্ষিণ আফ্রিকার জোমারি লোগটেনবার্গের ঝুলিতেই। ১৪ বছর বয়সে এই নজির গড়েছিলেন তিনি।
At the age of just 16 years and 146 days, Nepal’s Rohit Paudel today became the youngest man to hit an international half-century, beating the likes of @sachin_rt and @SAfridiOfficial! 🇳🇵 🙌
➡️ https://t.co/lRo5UTfuFd pic.twitter.com/qsqZQDYX5y
— ICC (@ICC) January 26, 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.