Advertisement
Advertisement

Breaking News

Sarfaraz Khan and Rishabh Pant

সরফরাজকে ‘ফিট’ করে তোলার দায়িত্বে পন্থের রাঁধুনি! রহস্য ফাঁস সূর্যকুমারের

কোন মন্ত্রে সাফল্য পেল সরফরাজ? জানিয়ে দিলেন সূর্য।

Rishabh Pant’s chef is helping Sarfaraz Khan get fitter for upcoming Border Gavaskar Trophy
Published by: Arpan Das
  • Posted:October 20, 2024 5:11 pm
  • Updated:October 20, 2024 5:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিকবার তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে। কটাক্ষের শিকার হতে হয়েছে ওজনের জন্য। টিম ইন্ডিয়ায় সরফরাজের ‘বঞ্চনা’র জন্য দায়ী করা হয়েছে তাঁর ফিটনেসকেও। কিন্তু সুযোগ পেতেই নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তবে সেখানেই শেষ নয়। আরও ফিট হওয়ার জন্য এবার তিনি শরণাপন্ন হয়েছেন ঋষভ পন্থের রাঁধুনির। সেই কথা ফাঁস করলেন সূর্যকুমার যাদব।

দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেও জায়গা হয়নি জাতীয় দলে। ফিটনেস নিয়ে প্রশ্নে বারবার জর্জরিত হয়েছেন সরফরাজ। তবে বেঙ্গালুরু টেস্টে ১৫০ রানের অনবদ্য ইনিংসের পর অনেকেই মনে করছেন ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। এবার সামনে বর্ডার গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়া সফরে যদি সুযোগ পান তাহলে শুধু ব্যাটিং স্কিল নয়, দুমাস ধরে পরীক্ষা চলবে তাঁর ফিটনেসেরও। তাঁর জন্য ইতিমধ্যেই ঋষভ পন্থের রাঁধুনির থেকে সাহায্য নিচ্ছেন সরফরাজ।

Advertisement

সেই রহস্য ফাঁস করে সূর্যকুমার যাদব একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, “সরফরাজ নিজের ফিটনেস নিয়ে ভারতীয় দলের কন্ডিশনিং কোচের সঙ্গে কাজ করছে। তার সঙ্গে কী খেতে হবে, সেটা ঠিক করে দিচ্ছেন ঋষভ পন্থের রাঁধুনি। সরফরাজ চেষ্টা করছে বর্ডার গাভাসকর ট্রফির আগে আরও ফিট হয়ে উঠতে। বয়স যত বাড়বে ফিটনেস তত দরকারি হবে। ও খুব পরিশ্রম করছে। ভবিষ্যতে আরও ভালো খেলবে।”

সেই সঙ্গে সূর্যর সংযোজন, “ওর শরীর হয়তো স্থূলকায়, কিন্তু ওকে যদি ৪৫০ বল খেলতে বলা হয় কিংবা একশো, দুশো, তিনশো এমনকী চারশোও করতে বলা হয়, সেই প্রতিভা ওর আছে। দলও চায় ওর থেকে বড় ইনিংস দেখতে। ম্যাচ জেতানো ইনিংস খেলতে। আমি ওকে কোনওদিন প্র্যাকটিস বাদ দিতে দেখিনি। এমনকী ম্যাচের দিনও না। ম্যাচের দিন সকাল পাঁচটায় উঠে যায়। একঘণ্টা প্র্যাকটিস করে টিমবাসে ওঠে। ম্যাচের পরও কাছাকাছি কোনও মাঠে গিয়ে আবার ব্যাট করে।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement