Advertisement
Advertisement
Rishabh Pant

‘বিদায় বলা সহজ নয়’, দিল্লির মসনদ ছাড়ার পর আবেগী বার্তা লখনউয়ের নতুন ‘নবাব’ পন্থের

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ৯ বছরের সম্পর্ক শেষে রেকর্ড ২৭ কোটি টাকায় লখনউয়ে খেলবেন ঋষভ পন্থ।

Rishabh Pant wrote heartfelt letter to Delhi Capitals after joining LSG on record fee in IPL Auction 2025
Published by: Arpan Das
  • Posted:November 26, 2024 12:56 pm
  • Updated:November 26, 2024 12:56 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেকর্ড তৈরি হয় ভাঙার জন্য। সেটা বার বার প্রমাণ করছেন ঋষভ পন্থ। মাঠে ব্যাট হাতে নজিরের পর নজির গড়েন ভারতের তারকা ব্যাটার। আর সেই পারফরম্যান্সের জেরে আইপিএল নিলামে সর্বকালের সবচেয়ে বেশি দর পেলেন পন্থ। দিল্লির মসনদ ছেড়ে এখন তিনি লখনউয়ের নবাব। ৯ বছরের সম্পর্ক শেষে দিল্লি ক্যাপিটালসের জন্য আবেগী বার্তা দিয়ে বিদায় নিলেন পন্থ।

ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটারকে রিটেন করেনি দিল্লি। নিলামে অবশ্য ঝাঁপিয়েছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত রেকর্ড ২৭ কোটি টাকায় তাঁকে তুলে নেয় লখনউ সুপার জায়ান্টস। যে অর্থ নিলামে আর কখনও কেউ পায়নি। দিল্লির অধিনায়কও ছিলেন তিনি। ডেয়ারডেভিলস থেকে ক্যাপিটালস হয়ে অবশেষে বিদায়ের পালা।

Advertisement

ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “বিদায় বলা সহজ নয়। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সফরটা অসাধারণ বললে কম বলা হয়। মাঠের মধ্যে কাটানো রোমাঞ্চকর মুহূর্তের সঙ্গে বাড়তি পাওয়া মাঠের বাইরের অসংখ্য মুহূর্ত। কিশোর হিসেবে এখানে এসেছিলাম, বিদায় নিচ্ছি একজন পরিণত মানুষ হিসেবে। গত কয়েক বছরে এত উন্নতি করব স্বপ্নেও ভাবিনি।

সেই সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে রয়েছে দিল্লির দলে কাটানো অসংখ্য মুহূর্তের মন্তাজ। সঙ্গে লিখেছেন, “আমার এই সফরটা সবথেকে বেশি রঙিন করেছেন ভক্তরা। তোমরা আমার জন্য স্লোগান তুলেছ, উৎসাহ দিয়েছে আর জীবনের সবচেয়ে কঠিন সময়ে তোমরা আমার পাশে ছিলে। এবার বিদায়। কিন্তু তোমাদের ভালোবাসা সবসময় আমার হৃদয়ে থাকবে। এর পর শুধু একজন ক্রিকেটার হিসেবে তোমাদের মনোরঞ্জন করব। আমাকে পরিবারের একজন করে নেওয়ার জন্য ধন্যবাদ। আর তোমাদের জন্যই আমার সফরটা এত সুন্দর হয়ে উঠেছে।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rishabh Pant (@rishabpant)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement