Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

Rishabh Pant: কলকাতায় ঋষভ, তারকা কিপারের নেতৃত্বে খেলবে দিল্লি ক্যাপিটালস, জানিয়ে দিলেন সৌরভ

ঋষভকে ঘিরে ব্যাপক উন্মাদনা।

Rishabh Pant will lead Delhi Capitals in IPL 2024, says director of cricket Sourav Ganguly। Sangbad Pratidin

সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংয়ের সঙ্গে আলোচনায় ব্যস্ত ঋষভ পন্থ। ছবি: সায়ন্তন ঘোষ

Published by: Sabyasachi Bagchi
  • Posted:November 9, 2023 4:57 pm
  • Updated:March 13, 2024 4:55 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০১৫ সাল। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে ভারতীয় দলের ক্যাম্প বসেছিল সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে। হেড কোচ ছিলেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। সেবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ দলের অন্যতম মুখ ছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। এবার সেই মাঠ থেকেই বাইশ গজের যুদ্ধে কামব্যাক শুরু করে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) তারকা উইকেটকিপার। মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। অনেকগুলো মাস হাসপাতালে থাকার পর, এই মুহূর্তে তাঁর ঠিকানা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (National Cricket Academy)। সেখান থেকে বৃহস্পতিবার অর্থাৎ ৯ নভেম্বর দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) শিবিরে যোগ দিলেন ঋষভ। কলকাতায় থাকবেন ১১ নভেম্বর পর্যন্ত। এদিন দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও হেড কোচ রিকি পন্টিংয়ের (Ricky Ponting) সঙ্গে সময় কাটালেন ঋষভ।

এর পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ বলেন, “ঋষভ এখনই ব্যাট-বল নিয়ে অনুশীলন শুরু করেনি। তবে খুব দ্রুত ওকে অনুশীলন করতে দেখা যাবে।” এর পর মহারাজ যোগ করেন, “দল গঠন নিয়ে ঋষভের সঙ্গে কথা হচ্ছিল। আসলে ঋষভই তো আমাদের অধিনায়ক। মিনি নিলামেও থাকবে। তাই ট্রায়াল দেখতে এসেছিল।”

Advertisement

[আরও পড়ুন: ‘শামি-বুমরাহ-সিরাজ ভয়ংকর, ওঁদের খেলা অসম্ভব!’ অকপটে জানালেন অ্যাডাম গিলক্রিস্ট]

এবারের বিশ্বকাপে ধারাভাষ্যকারের ভূমিকায় পন্টিংকে দেখা যাচ্ছে। কলকাতায় থাকার সুবাদে দিল্লি ক্যাপিটালসের ক্যম্পে এসেছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। ঋষভকে এদিন মাঠে সাদা জামা আর কালো হাফ প্যান্ট পরে। মাথায় ছিল কালো টুপি। চোখে রোদচশমা।

Rishabh Pant
সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে ঋষভ।

আগামী ২৩ নভেম্বর শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy)। এর পর ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি (Ranji Trophy)। শোনা যাচ্ছে ঋষভকে এই দুই ঘরোয়া প্রতিযোগিতায় খেলতে দেখা যেতে পারে।

গত বছরের ৩০ ডিসেম্বর। ভোরের আলো ফোটার আগেই মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছিলেন ঋষভ। কিছুটা সুস্থ হওয়ার পর থেকেই তাঁকে সোশাল মিডিয়াতে দেখা গিয়েছিল। গত আইপিএল চলার সময় দিল্লির খেলাও দেখতে এসেছিলেন। এমনকি টিম ইন্ডিয়া এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে যাওয়ার আগে, সতীর্থদের সঙ্গে দেখাও করেছিলেন সেই সময় এনসিএ-তে থাকা ঋষভ।

ভয়ংকর গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেও, বরাত জোরে বেঁচে গিয়েছেন ঋষভ। একাধিক অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে ফিরেছেন স্বাভাবিক জীবনে। সুযোগ পেলেই ঋষভ চলে এসেছেন খেলার মাঠে। প্রতিদিন নিজেকে নিংড়ে দিচ্ছেন তিনি। তেমনই ছবি দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের মাঠে। এবার কবে তিনি পুরোদমে মহড়া শুরু করেন সেটাই দেখার।

[আরও পড়ুন: গ্যালারিতে বসে বিরাট-রোহিতদের নকআউটের লড়াই দেখতে চান? পুরো আপডেট জেনে নিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement