Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

খুদে ভক্তের ব্যাটিং দেখে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পন্থ, ক্রিকেটারের আচরণে মুগ্ধ নেটিজেনরা

ভাইরাল হয়েছে খুদের ব্যাটিয়ের ভিডিও।

Rishabh Pant sends birthday wishes to young fan, netizen loves gesture | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:February 28, 2023 9:50 am
  • Updated:February 28, 2023 9:50 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি দুর্ঘটনার গুরুতর আহত হলেও ধীরে ধীরে সেরে উঠছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছেন ভক্তরা। সেই জন্য একাধিকবার ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন পন্থ। এবার এক খুদে ভক্তের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নেটিজেনদের মন জিতে নিলেন তিনি। মাত্র ৬ বছর বয়সি ওই খুদে ভক্তের ব্যাটিংয়ের ভিডিও দেখে মুগ্ধ হন পন্থ। তারপরেই তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

সোমবার আয়ান নামে একটি বাচ্চার ব্যাটিংয়ের ভিডিও পোস্ট করেন তার বাবা। বাঁহাতি ব্যাটার আয়ানকে জিজ্ঞাসা করা হয়, “তুমি কার মতো ব্যাটিং কর?” ছয় বছরের খুদে আয়ানের জবাব, “ঋষভ পন্থের মতো।” এই ভিডিও শেয়ার করে আয়ানের বাবা জানান, সোমবারেই আয়ানের জন্মদিন।

Advertisement

[আরও পড়ুন: বেঞ্জেমা-এমবাপেকে ছাপিয়ে মেসিই ‘দ্য বেস্ট’, ফিফার বর্ষসেরায় আর্জেন্টিনার জয়জয়কার]

তারপরেই তারকা ক্রিকেটারের কাছে আবেদন জানিয়ে আয়ানের বাবা বলেন, ” ঋষভ, আশা করি আপনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। আমার ছেলে আয়ান আপনার খুব বড় ভক্ত। বড় হয়ে আপনার মতো খেলতে চায় সে। গত ৩০ ডিসেম্বর থেকে আপনার জন্য প্রার্থনা করে চলেছে। আজকে ওর জন্মদিন। আপনি কি একবার ওকে শুভেচ্ছা জানাবেন?”

ঘণ্টা চারেকের মধ্যেই নিজের প্রিয় ক্রিকেটারের থেকে জন্মদিনের উপহার পেল আয়ান। তার ব্যাটিংয়ের ভিডিও শেয়ার করে ঋষভ লেখেন, “শুভ জন্মদিন আয়ান। আশা করি এই বছরটা তোমার খুব ভাল কাটবে।” ভারতীয় ক্রিকেটারের এহেন আচরণে মুগ্ধ নেটিজেনরা। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন পন্থ। আবার কবে মাঠে নেমে দুরন্ত শট হাঁকাবেন তিনি, সেই অপেক্ষায় রয়েছেন আয়ানের মতো ভক্তরা।

[আরও পড়ুন: তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টে হ্যাকার হানা, বদলে গেল নাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement