Advertisement
Advertisement
Rishabh Pant

পন্থের পোস্ট দেখে দিল্লি ক্যাপিটালসকে কটাক্ষ ফ্যানের! কী প্রতিক্রিয়া ব্যাটারের?

ব্যাটারটা ঠিক কী? দেখুন সেই পোস্ট।

Rishabh Pant replies after fan trolls Delhi Capitals
Published by: Sulaya Singha
  • Posted:March 13, 2024 9:38 am
  • Updated:March 13, 2024 4:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ হয়ে ফিট সার্টিফিকেট নিয়ে আসন্ন আইপিএলে ২২ গজে ফিরতে চলেছেন ঋষভ পন্থ। অধিনায়কের কামব্যাকে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত দিল্লি ক্যাপিটালস। পন্থকে নিয়ে স্পেশাল পোস্ট বানিয়ে সোশাল মিডিয়ায় পোস্টও করে দিল্লি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সেই পোস্ট বিশেষ পছন্দ হয়নি এক ক্রিকেটপ্রেমীর। দিল্লি দলকে খোঁচা দিতেও ছাড়েননি তিনি। আর সেই ফ্যানের কাণ্ডকারখানায় প্রতিক্রিয়াও দিয়েছেন তারকা উইকেটকিপার-ব্যাটার।

ব্যাটারটা ঠিক কী? কেন পন্থকে (Rishabh Pant) নিয়ে করা দিল্লি ক্যাপিটালসের পোস্ট নাপসন্দ ওই ফ্যানের? আসলে দিল্লি এক্স হ্যান্ডেলে যে ছবিটি পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে স্টেডিয়ামে পা রাখছেন পন্থ। ছবিতে লেখা, টাইগার রিটার্নস। অর্থাৎ টাইগার ফিরছে। ক্যাপশনে দিল্লি লিখেছে, “গর্জনের জন্য তৈরি। আপনাকে স্বাগত ঋষভ পন্থ। অপেক্ষা আর সইছে না।” এহেন পোস্টেই প্রতিক্রিয়া দিয়েছেন ওই ফ্যান। আসলে, ছবির গ্রাফিক্স একেবারেই পছন্দ হয়নি তাঁর। সেই হতাশাই প্রকাশ করেছেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: লোকসভা জিততে মরিয়া বিজেপির হাতিয়ার CAA! ক্ষিপ্ত কমল হাসান, থলপতি বিজয়]

মজা করে তিনি লেখেন, “এর থেকে তো আমি ভালো ছবি বানিয়ে দিতাম। এই দেখে পন্থ তো আবার গাড়ি চালাতে চলে যাবেন।” অনুরাগীর এমন প্রতিক্রিয়া দেখে আর চুপ থাকতে পারেননি পন্থও। তিনি হাসির ইমোজি পোস্ট করেছেন।

উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) পন্থের শারীরিক অবস্থা নিয়ে মঙ্গলবারই আপডেট দিয়েছে। জানিয়েছে, ”২০২২ সালের ৩০ ডিসেম্বর ভয়ংকর পথ দুর্ঘটনার পরে ১৪ মাসের রিহ্যাব এবং রিকভারি করে পন্থ এখন পুরোদস্তুর সুস্থ। উইকেট কিপার-ব্যাটার হিসেবে আইপিএল খেলার ছাড়পত্র দেওয়া হল পন্থকে।” অধিনায়কত্বও সামলাবেন তিনিই।

[আরও পড়ুন: চ্যালেঞ্জ আড়াই লক্ষের ব্যবধান, ‘মিনি ইন্ডিয়া’ আলিপুরদুয়ারের রং সবুজ নাকি গেরুয়া? কী বলছে সমীক্ষা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement