কেদার-বদ্রিতে পুজো দেওয়ার পর পরিচিতদের সঙ্গে ঋষভ পন্থ। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছরের ডিসেম্বর। ভোরের আলো ফোটার আগেই মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant)। কিছুটা সুস্থ হওয়ার পর থেকেই তাঁকে সোশাল মিডিয়াতে দেখা গিয়েছিল। আইপিএল (IPL) চলার সময় দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) খেলাও দেখতে এসেছিলেন। এমনকি টিম ইন্ডিয়া (Team India) এশিয়া কাপ (Asia Cup 2023) খেলতে যাওয়ার আগে, সতীর্থদের সঙ্গে দেখাও করেছিলেন সেই সময় জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (National Cricket Academy) থাকা ঋষভ। তবে এবার আরও কিছুটা সুস্থ হওয়ার পর আর পারলেন না। সোজা চলে গেলেন কেদারনাথ (Kedarnath)-বদ্রিনাথে (Badrinath)। সোশাল মিডিয়ার যুগে সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
ঋষভের বাড়িও দেরাদুনে। শৈল শহরের সশত্রধারা হ্যালিপোর্টে ঋষভকে তাঁর কয়েক জন কাছের মানুষের সঙ্গে দেখা যায়। সেখান থেকে ভারতের তারকা উইকেটকিপার হ্যালিকপ্টারে কেদারনাথ-বদ্রিনাথের দর্শন করেন। যদিও শোনা যাচ্ছে ঋষভের স্বাস্থের কথা ভেবে তাঁকে কেদার-বদ্রি দর্শনে যেতে নিষেধ করেন ডাক্তাররা। তবে যখন জানা যায় তিনি হ্যালিকপ্টারে উড়ে যাবেন, তখন তাঁকে পাহাড়ে ওঠার পরামর্শ দেয় ডাক্তাররা।
#rishabhpant #cricket #LVSS24 #adp2023 #earthquake #النصر_استقلول #bluesky #bluesky pic.twitter.com/drl2vzeys2
— Samprabhu Bharat News (@samprabhubharat) October 3, 2023
ভয়ংকর গাড়ি দুর্ঘটনার মুখে পড়লেও, বরাত জোরে বেঁচে গিয়েছেন ঋষভ। একাধিক অস্ত্রোপচারের পর তিনি ধীরে ধীরে ফিরেছেন স্বাভাবিক জীবনে। শুরু করেছেন নিয়মিত অনুশীলন। আর সুযোগ পেলেই ঋষভ চলে এসেছেন খেলার মাঠে। কখনও দেখেছেন আইপিএল, কখনও বা ঘরোয়া ক্রিকেট। কখনও আবার শ্রেয়স আইয়ার, কেএল রাহুলদের প্র্যাকটিসে থেকেছেন তিনি।
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রতিদিন নিজেকে নিংড়ে দিচ্ছিলেন তিনি। তবে ঋষভের প্রত্যাবর্তনের আশায় অনেক আগেই জল ঢেলে দিয়েছিলেন ইশান্ত শর্মা। ভারতীয় দলের অভিজ্ঞ পেসারের দাবি ছিল, অক্টোবরে ভারতের মাটিতে হতে চলা বিশ্বকাপে খেলতে পারবেন না ঋষভ। আর সেটাই হল। এমনকী তাঁর আরও দাবি, ২০২৪ সালের আইপিএলেও দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের পক্ষে মাঠে নামা সম্ভব নয়। ফলে বেশ বোঝা যাচ্ছে ঋষভ মাঠে নেমে যতই সময় কাটান, জাতীয় দলে এখনই কামব্যাক ঘটানোর এখনই কোনও সুযোগ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.