Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

আশা জাগিয়েও ফেরা হল না! গোটা আইপিএল থেকেই ছিটকে গেলেন পন্থ?

দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক দলে নেই বিস্ফোরক ব্যাটারের নাম।

Rishabh Pant not named in Delhi Capitals squad, questions on IPL

ফাইল চিত্র।

Published by: Anwesha Adhikary
  • Posted:March 10, 2024 3:07 pm
  • Updated:March 10, 2024 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুস্থ হলেও আইপিএলে (IPL) নামতে পারছেন না ঋষভ পন্থ! আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক দলে রাখা হয়নি তাঁকে। তার পরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি আইপিএলে আর খেলতে দেখা যাবে না বিস্ফোরক ব্যাটারকে?

২০২২ সালের ভয়ংকর দুর্ঘটনার পরে কয়েকদিন আগেই একটি প্রস্তুতি ম্যাচে নেমেছিলেন পন্থ (Rishabh Pant)। বাঁ হাতি পন্থের খেলা দেখে প্রত্যক্ষদর্শীদের মনে হয়েছে, দুর্ঘটনার আগে ঠিক যেমন ছন্দে ছিলেন, এখনও ঠিক তেমনই রয়েছেন। নানা সূত্র মারফত শোনা যায়, আইপিএলেই কামব্যাক করতে চলেছেন উইকেটকিপার-ব্যাটার। মেগা টুর্নামেন্টে কেবলমাত্র ব্যাটার হিসেবে খেলবেন তিনি। উইকেটকিপিং করবেন অন্য কেউ।

Advertisement

[আরও পড়ুন: বিশ্ব ক্রিকেটে একাধিপত্য ভারতের, তিন ফরম্যাটের পাশাপাশি WTC-তেও শীর্ষে রোহিত ব্রিগেড

পন্থকে খেলানো নিয়ে আশাবাদী ছিল দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) শিবির। দলের কোচ রিকি পন্টিং বলেছিলেন, “ঋষভ পুরোদস্তুর আত্মবিশ্বাসী যে আসন্ন টুর্নামেন্টে ওকে পাওয়া যাবে। কিন্তু কোন ভূমিকায়, সেটা বলা সম্ভব নয়। আমরা সেই ব্যাপারেও নিশ্চিত নই।”  দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, পন্থকে নিয়ে টিম ম্যানেজমেন্ট মোটেও তাড়াহুড়ো করতে চায় না। তবে ঋষভকে খেলানো নিয়ে আশাবাদী ছিলেন তিনিও। শেষ পর্যন্ত শোনা গিয়েছিল, সম্ভবত ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আইপিএলে দেখা যাবে তাঁকে।

কিন্তু আইপিল শুরু হওয়ার মাত্র ১২ দিন আগেই শুরু হল নতুন জল্পনা। দিল্লি ক্যাপিটালসের প্রাথমিক দলে তাঁর নাম নেই। সেখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কিআইপিএলে দেখা যাবে না পন্থকে? সূত্রের খবর, এখনও পুরোপুরি ম্যাচ ফিট হতে পারেননি বলে বাঁহাতি ব্যাটারকে ছাড়পত্র দেয়নি এনসিএ। সেই জন্যই তাঁকে প্রাথমিক দলে রাখা যায়নি। তবে ফিটনেস সার্টিফিকেট পাওয়ার পরে আলাদাভাবে পন্থকে দলের অন্তর্ভুক্ত করতে পারে দিল্লি ক্যাপিটালস। কিন্তু আইপিএলের আগে কি ছাড়পত্র পাবেন পন্থ? প্রশ্ন থেকেই যাচ্ছে।

[আরও পড়ুন: মোহনবাগানের বড় ফ্যাক্টর জনি, ডার্বিতে পিছিয়ে নেই ইস্টবেঙ্গলও, বলছেন ব্যারেটো]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement