সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টাম্পের পিছনে দাঁড়িয়ে নানা মজার মন্তব্য করেন ঋষভ পন্থ। সেসব স্টাম্প মাইকের অডিও নিয়ে সোশাল মিডিয়ায় চর্চাও কম হয় না। কিন্তু এবার নিজের বকুনির মুহূর্ত নিয়েই মশকরা করলেন ভারতীয় উইকেটকিপার! সেই ভিডিওই এখন ভাইরাল।
ব্যাপারটা ঠিক কী? বিষয়টা বুঝতে ফিরতে হবে বর্ডার গাভাসকর ট্রফির মেলবোর্ন টেস্টে। ম্যাচের দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারায় টিম ইন্ডিয়া। এহেন পরিস্থিতিতে রবীন্দ্র জাদেজা এবং পন্থের দিকেই তাকিয়েছিল গোটা দেশ। নিজের ইনিংসের শুরুটা ভালোভাবে করলেও খানিক পরই স্কট বোলান্ডের রাউন্ড দ্য উইকেট বলে পুল মারার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন। পেটের কাছে বল এসে লাগায় দেখে মনে হয়, তিনি চোট পেয়েছেন। সে যাত্রায় কোনওক্রমে বেঁচে গেলেও সেই ভুল থেকে শিক্ষা না নিয়ে একই শট মারতে গিয়ে আউট হন পন্থ। আর এতেই মেজাজ হারান কমেন্ট্রি বক্সে থাকা গাভাসকর। ধারাভাষ্য দিতে দিতেই বলে ওঠেন, “চূড়ান্ত বোকামি। দেখছ, দুজন ফিল্ডার আছে, তাতেও ওই শট মারছ! আগের শটটা মিস করে আবারও এক কাণ্ড ঘটাল। ভারত এখন যে পরিস্থিতিতে আছে, তাতে এটা একদমই চলে না। এটাকে স্বাভাবিক খেলা বলা যায় না। বলতে বাধ্য হচ্ছি যে এটা অত্যন্ত বোকা বোকা শট। দলকে চাপে ফেলে দেওয়া ছাড়া আর কিছুই না। ভারতীয় ড্রেসিংরুম নয়, এই ঘটনার পর ওর অন্য ড্রেসিংরুমে যাওয়া উচিত।” ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ বলেও বিরক্তি প্রকাশ করেছিলেন কিংবদন্তি।
Rishabh Pant recreating the ‘Stupid, Stupid, Stupid!’ of Sunil Gavaskar.
pic.twitter.com/JhrK34luWh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 17, 2025
সেই ঘটনার পর অনেকগুলো দিন কেটে গিয়েছে। পরাজয়ের হতাশা কাটিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলেছে ভারত। সামনেই আবার আইপিএল। যেখানে টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে দামি তারকা (২৭ কোটি) হিসেবে নামবেন পন্থ। আর তার আগেই গাভাসকরের সেই বকুনিকে নকল করতে দেখা গেল লখনউ সুপার জায়ান্টস অধিনায়ককে। গাভাসকরের মতো করে ‘স্টুপিড’ বলছেন তিনি। বিষয়টি দেখে বেশ মজাই পাচ্ছেন নেটিজেনরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.