Advertisement
Advertisement
Rishabh Pant

পরের মরশুমে রিটেনশন কাদের? দিল্লির তালিকায় থাকছেন ঋষভ?

বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে কামব্যাক করেই সেঞ্চুরি পন্থের।

Rishabh Pant is in the top spot of Delhi Capitals retention list

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 22, 2024 6:04 pm
  • Updated:September 22, 2024 6:04 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ পন্থকে নিয়ে একটা সময় বেশ জল্পনা শুরু হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটমহলে। বলাবলি চলছিল আসন্ন আইপিএলে ঋষভকে আর ‘রিটেইন’ না-ও করতে পারে দিল্লি। ফলে তাঁকে অন‌্য টিমের হয়ে খেলতে দেখা যেতে পারে। যদিও দিল্লি ক‌্যাপিটালসের তরফ থেকে বারবারই বলা হচ্ছিল যে, তারা ঋষভকে কোনওভাবেই ছাড়ছে না।

দিল্লি ক‌্যাপিটালস শিবিরের বক্তব‌্য ছিল, ঋষভকে আগেই ক‌্যাপ্টেন করে দেওয়া হয়েছে। তাছাড়া টিমের অন‌্যতম সেরা ক্রিকেটার তিনি। ঋষভের মতো একজনের দলে থাকাটা সব সময় বড় ফ‌্যাক্টর। যে কোনও মুহূর্তে ম‌্যাচের রং বদলে দিতে পারেন তিনি। তাহলে এরকম একজন ক্রিকেটারকে শুধু শুধু কেন ছেড়ে দেওয়া হবে?

Advertisement

এবার আইপিএলে পূর্ণাঙ্গ নিলাম। খুব সম্ভবত আগামী ডিসেম্বরে মেগা নিলামের আসর বসতে চলেছে। নিলামের স্ট্র্যাটেজি কী হবে, কাদের রাখা হবে, নতুন কাদের টিমে নেওয়া হবে, সেটা নিয়ে ইতিমধ্যেই নিজেদের মধ্যে বৈঠক করেছেন দিল্লি কর্তারা। যা খবর, যে ক্রিকেটারকে সবার প্রথম ‘রিটেইন’ করা হবে, তাঁর নাম ঋষভ পন্থ। দিল্লি ক‌্যাপিটালসের ‘রিটেনশন’ তালিকায় সবার উপরে থাকবেন ভারতীয় উইকেটকিপার-ব‌্যাটার।

উল্লেখ্য, গাড়ি দুর্ঘটনার পর ঋষভ যে ফরম্যাটের ক্রিকেটেই ফিরেছেন, সেখানেই দাপট দেখিয়েছেন। আইপিএল খেলেছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন। বাংলাদেশের বিরুদ্ধে টেস্টেও সেঞ্চুরি হাঁকিয়েছেন। ১২৮ বলে ১০৯ রান করেছেন। এমন ক্রিকেটারকে ছাড়তে চাইবে না কোনও ফ্র্যাঞ্চাইজিই।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement