Advertisement
Advertisement
Duleep Trophy 2024

‘আমি কিছু আশা করছি না’, দলীপ ট্রফিতে নামার আগে বার্তা পন্থের

পন্থের দিকে নজর নির্বাচকদেরও।

Duleep Trophy 2024: Rishabh Pant is in focus in the Tournament

ফাইল ছবি।

Published by: Krishanu Mazumder
  • Posted:September 4, 2024 1:16 pm
  • Updated:September 4, 2024 2:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল বলে প্রত্যাবর্তন ঘটতে চলেছে ঋষভ পন্থের (Rishabh Pant)।
বাংলাদেশের বিরুদ্ধে দেশের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। তার পরেই রয়েছে নিউজিল‌্যান্ডের বিরুদ্ধে তিন টেস্ট।
সেই কথা মাথায় রেখেই দলীপ ট্রফিতে (Duleep Trophy 2024) ভারতীয় টেস্ট টিমের বেশিরভাগ ক্রিকেটারকেই রাখা হয়েছে। গত পাঁচ মাস ভারতীয় দল লাল বলের ক্রিকেট খেলেনি। তাই টেস্টের আগে যাতে প্রস্তুতি নিয়ে কোনও সমস‌্যা না হয়, তাই সব ক্রিকেটারকেই দলীপে নামতে হবে। ঋষভ পন্থও তৈরি হচ্ছেন তার জন্যই। সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন পন্থ। সেখানে দেখা যাচ্ছে তিনি ব্যাটিং অনুশীলন করছেন।
সেই ভিডিওর ক্যাপশন হিসেবে পন্থ লিখেছেন, ”আমি চেষ্টা করতে পারি। এর বেশি কিছু নয়। তবে কোনওরকম প্রত্যাশা রাখছি না। যতটা সম্ভব কঠিন পরিশ্রম করে যাই, একশো শতাংশ দিই। শেখার চেষ্টা করে যাই নিরন্তর।”
পন্থ রয়েছেন বি টিমে। উইকেটের পিছনে দাঁড়াবেন তিনি। তাঁর দিকে নজর থাকবে নির্বাচকদের। কিপিং এবং ব্যাটিং কেমন করছেন পন্থ, সেদিকে লক্ষ্য রাখা হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালই পাখির চোখ ভারতের। সেই দিকে তাকিয়ে পন্থকে তৈরি করে নিতে চাইছেন নির্বাচকরা। ২০২২ সালের ডিসেম্বরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিলেন পন্থ। তার পরে সাদা বলের ক্রিকেটে খেললেও লাল বলের ক্রিকেট খেলেননি তিনি।
দুর্ঘটনার পরে আইপিএলে প্রথমবার নেমেছিলেন পন্থ। টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন। সেই পন্থের দিকে কেবল নির্বাচকদের নয়, ক্রিকেটপ্রেমীদেরও নজর থাকবে।
বুচি বাবু ক্রিকেটে চোট পাওয়ার জন্য সূর্যকুমার যাদবকে হয়তো দলীপ ট্রফির শুরু থেকে পাওয়া যাবে না।

 

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement