পন্থ। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিকেট কেরিয়ারের গোড়ার দিকে চাপ সহ্য করতে পারতেন না। মানসিক দিক থেকে ভেঙে পড়তেন। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) সঙ্গে নিরন্তর তুলনাও তাঁকে ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত করত। যন্ত্রণা পেতেন। নিজের ঘরে বসে কাঁদতেন। ঋষভ পন্থ (Rishabh Pant) আবেগ নিয়ে কথাগুলো বলেছেন এক সাক্ষাৎকারে।
ভয়াবহ এক দুর্ঘটনার কবল থেকে বেঁচে ফিরেছেন পন্থ। মাঠে ফেরার লড়াই চালাচ্ছেন। সেই পন্থ এখনও বুঝে পান না ধোনির সঙ্গে তাঁর তুলনা কেন হত। পন্থ বলেছেন, ”প্রথমত বুঝতে পারতাম না আমার সঙ্গে কেন তুলনা করা হচ্ছে। কেন প্রশ্ন উঠছে তাও বুঝতে পারতাম না। আমি সদ্য দলে ঢুকেছি আর মানুষজন আমার সঙ্গে ধোনির তুলনা শুরু করে দিয়েছিল। আমি বুঝতে পারতাম না। কেন তুলনা করা হবে? আমি পাঁচটা ম্যাচ খেলেছি আর আরেকজন পাঁচশোটা ম্যাচ খেলেছে। কেন তুলনা হয় বুঝতে পারি না।”
পন্থ আরও বলেন, ”জীবন অনেক বড়। উত্থান-পতন রয়েছে। তুলনা করাটা উচিত নয়। আমার খুব খারাপ লাগত। ২০-২১ বছর বয়সে ঘরে বসে কাঁদতাম। প্রবল চাপে নিঃশ্বাস পর্যন্ত নিতে পারতাম না। প্রবল চাপ অথচ কী করব সেই উত্তর আমার কাছেই ছিল না। মোহালিতে স্টাম্পিং নষ্ট করলাম, দর্শকরা ধোনি-ধোনি করে চিৎকার জুড়ে দিল।” পন্থ এই ধরনের তুলনায় বিশ্বাসী নয়। ধোনির সঙ্গে প্রবল তুলনাতেও কিন্তু দুজনের ব্যক্তিগত সম্পর্কে চিড় ধরেনি। ধোনি প্রসঙ্গে পন্থ বলেছেন, ”ধোনির সঙ্গে আমার সম্পর্ক বুঝিয়ে বলতে পারব না। ওর সঙ্গে খোলা মনে কথা বলা যায়। মাহিভাইয়ের সঙ্গে আমি সব বিষয় নিয়ে কথা বলি। ওর কাছ থেকে অনেককিছু শিখেছি। যে বিষয় নিয়ে অন্য কারওর সঙ্গে আলোচনা করা যায় না, মাহিভাইয়ের সঙ্গে তা নিয়ে আমি আলোচনা করতে পারি। এরকমই আমাদের সম্পর্ক।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.